itel P55+: আধ ঘন্টায় 65 শতাংশ চার্জ, 16 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল সবচেয়ে সস্তা ফোন

গত মাসে itel P55+ স্মার্টফোনকে গুগল প্লে কনসোলে দেখা যায়। আজ এই ডিভাইসটি আফ্রিকায় লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে প্রায় ১১,০০০ টাকা। ফিচারের কথা…

গত মাসে itel P55+ স্মার্টফোনকে গুগল প্লে কনসোলে দেখা যায়। আজ এই ডিভাইসটি আফ্রিকায় লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে প্রায় ১১,০০০ টাকা। ফিচারের কথা বললে, itel P55+ মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ইউনিসক প্রসেসর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel P55+ এর স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল পি৫৫ প্লাস ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬১২ পিক্সেল) আইপিএস এলসিডি পাঞ্চ হোল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে। এই ইউআই-এ অ্যাপল ডায়নামিক আইল্যান্ড এর মতো ডায়নামিক বার সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য আইটেল পি৫৫ প্লাস মডেলে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম + ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার মতে ৩০ মিনিটে ডিভাইসটির ব্যাটারি ৬৫ শতাংশ চার্জ হয়ে যাবে।

itel P55+ এর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ডিভাইসে ডুয়েল সিম, ৪জি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৪মিমি অডিও জ্যাক ও ফেস আনলক ফিচার আছে।

itel P55+ এর দাম বা মূল্য

itel P55+ এর দাম শুরু হয়েছে প্রায় ১১,৬০০ টাকা থেকে। এটি গ্যালাক্সি ব্লু, রয়্যাল গ্রীন ও মিটিওর পার্পেল কালারে পাওয়া যাবে।