JioPhone Prime 2 4G: পুজোর উপহার দিল জিও, সস্তায় লঞ্চ করল জিওফোন প্রাইম 2 4জি
Reliance Jio দীপাবলির আগে লঞ্চ করল JioPhone Prima 2 4G ফিচার ফোন। এটি গত বছর আসা JioPhone Prime এর উত্তরসূরি। নয়া এই...Reliance Jio দীপাবলির আগে লঞ্চ করল JioPhone Prima 2 4G ফিচার ফোন। এটি গত বছর আসা JioPhone Prime এর উত্তরসূরি। নয়া এই ফোনে অনেক অসাধারণ ফিচার উপস্থিত। আর এর ডিজাইনও আকর্ষণীয়। JioPhone Prima 2 4G এর পিছনে লেদারের মতো ফিনিশ সহ কার্ভড ডিজাইন রয়েছে। আসুন এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
JioPhone Prima 2 4G এর দাম এবং প্রাপ্যতা
জিওফোন প্রাইম 2 4জি লাক্স ব্লু কালারে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে 2,799 টাকা। এটি এখন ই-কমার্স সাইট অ্যামাজনে পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই জিওমার্ট, রিলায়েন্স ডিজিটালের পাশাপাশি অন্যান্য রিটেল স্টোর থেকে ফিচার ফোনটি পাওয়া যাবে।
JioPhone Prima 2 4G এর ফিচার ও স্পেসিফিকেশন
জিওফোন প্রাইম 2 4জি কাই-ওএস প্ল্যাটফর্মে চলে। এতে ইউটিউব, ফেসবুক এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়াও এই ফিচার ফোনে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভন এবং আরও অনেক এন্টারটেইনমেন্ট অ্যাপ ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, নেটিভ ভিডিও কলিংয়ের জন্য এতে রিয়ার এবং সেলফি ক্যামেরা উপস্থিত।
আরও পড়ুন : iPhone 15, iPhone 14 Price Cut: 10 হাজার টাকা পর্যন্ত দাম কমলো আইফোন 15 ও আইফোন 14 সিরিজের
আবার JioPhone Prima 2 4G ফোনে JioPay এবং সাউন্ড অ্যালার্ট সুবিধার সাথে UPI এবং কিউআর পেমেন্টের সুবিধা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 2000 এমএএইচ ব্যাটারি। আর এতে এফএম রেডিও ও 23টি ভাষা সাপোর্ট করবে।
JioPhone Prima 2 4G ফোনের সামনে 320x240 পিক্সেল রেজোলিউশন সহ 2.4-ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফিচার ফোনে এলইডি টর্চ এবং একটি রিয়ার ক্যামেরাও পাওয়া যাবে। আর সেলফির জন্য এতে আছে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। জিও-র এই লেটেস্ট ফোনটি 512 এমবি র্যাম সহ এসেছে।
আরও পড়ুন : iPhone 16 লঞ্চ হতেই বিক্রি বন্ধ iPhone 15 Pro ও iPhone 13 সহ তিন আইফোন মডেলের
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রাউন্ড এজ ডিজাইনের এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এআরএম কর্টেক্স এ53 প্রসেসর।