13 হাজার টাকার কমে Lava Blaze Pro 5G ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি
আজ অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল Lava Blaze Pro 5G, যার দাম রাখা হয়েছে ১৩ হাজার টাকার কম। নতুন এই হ্যান্ডসেট...আজ অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল Lava Blaze Pro 5G, যার দাম রাখা হয়েছে ১৩ হাজার টাকার কম। নতুন এই হ্যান্ডসেট লো-বাজেট রেঞ্জের এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। এতে FHD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ৮ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারের সাপোর্টও মিলবে Lava Blaze Pro 5G ফোনে। এই ডিভাইসটি Poco M6 Pro 5G, Realme 11x 5G, এবং Realme Narzo 60x 5G মডেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন নতুন Lava Blaze Pro 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Lava Blaze Pro 5G এর দাম ও লভ্যতা
ভারতের বাজারে লাভা ব্লেজ প্রো ৫জি স্মার্টফোনের দাম ১২,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি - স্টারি নাইট এবং রেডিয়েন্ট পার্ল কালার বিকল্পে এসেছে। আগ্রহীদের জানিয়ে রাখি, লাভার এই নয়া হ্যান্ডসেটকে আগামী ৩রা অক্টোবর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া এবং অফলাইন পার্টনার রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।
Lava Blaze Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
লাভা ব্লেজ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি টাচস্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি - ২.৫০:৯ এসপেক্ট রেশিও ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। আর অপারেটিং সিস্টেম হিসাবে ক্লোজ-টু-স্টক অ্যান্ড্রয়েড ১৩ প্রি-লোডেড থাকছে। এই সফ্টওয়্যার ব্লোটওয়্যার-ফ্রি ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করবে এবং ভয়েস কল রেকর্ডিংয়ের সুবিধা দেবে বলে দাবী করেছে লাভা।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Lava Blaze Pro 5G ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। এই রিয়ার ক্যামেরা EIS প্রযুক্তির সমর্থন সহ ২কে রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সুবিধা প্রদান করে। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।
লাভা ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটে কানেক্টিভিটি অপশন হিসাবে ডুয়াল সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ আবার ইউজারদের ডেটা নিরাপদ রাখার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ২ডি ফেস আনলক ফিচার উপলব্ধ। পরিশেষে Lava Blaze Pro 5G স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।