Xiaomi 15 Diamond Edition

শাওমি ১৫ ফোনের ডায়মন্ড এডিশন দিয়ে প্রেম প্রস্তাব, চক্ষু চড়কগাছ কোম্পানির সিইও-র

Xiaomi 15 Diamond Edition - শাওমি ১৫ প্রো ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। নন প্রো ভ্যারিয়েন্টেও ৫০ মেগাপিক্সেল-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে।

Ankita Mondal 7 Nov 2024 4:35 PM IST

কিছুদিন আগে শাওমি ১৫ স্মার্টফোনের লিমিটেড এডিশন হিসেবে ডায়মন্ড এডিশন লঞ্চ হয়। সেই ফোন প্রেমিকাকে উপহার হিসাবে দেন এক প্রেমিক। সোশ্যাল মিডিয়ায় যখন সেই খবর প্রেমিকা পোস্ট করেন তা নজর এড়ায়নি খোদ কোম্পানির সিইও লেই জুনের। তার সেই পোস্টে মুগ্ধ হয়েছেন শাওমির কর্ণধার।

সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে ওই মহিলা লেখেন, “লেই জুন, শাওমি ১৫ ডায়মন্ড এডিশন ভালো কাজে ব্যবহার করা হয়েছে। আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করার জন্য এটি আমাকে উপহার হিসাবে দিয়েছে।” খুশি হয়ে ব্যক্তিগত ভাবে ওই দম্পতিকে অভিনন্দন জানিয়ে একটি ফুলের ইমোজি পাঠিয়েছেন কোম্পানির সিইও লেই জুন।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে চিনে লঞ্চ হয়েছে শাওমি ১৫ সিরিজ। তারপর ফোনের সীমিত সংখ্যক ডায়মন্ড এডিশন আনে কোম্পানি। এই এডিশনে ইউনিক উপাদান ও ডিজাইন ব্যবহার করা হয়েছে। কুমির-শস্যের চামড়া দিয়ে তৈরি ব্যাক প্যানেল রয়েছে ফোনে এবং এর পাশে একটি আসল হীরাও এম্বেড করা রয়েছে, যা ঐশ্বর্যের স্পর্শ যোগ করেছে স্মার্টফোনে।

প্রিমিয়াম লুক দেওয়ার জন্য দামি টেক্সচারও দেওয়া হয়েছে ফোনের চারপাশে। Xiaomi 15 Diamond Edition ফোনের শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করেছে কোম্পানি - ১৬ জিবি/৫১২ জিবি। ভারতীয় মুদ্রায় ফোনের দাম প্রায় ৭০ হাজার টাকা।

শাওমি ১৫ সিরিজের ফিচার

ভারতেও এখনও পা রাখেনি শাওমি ১৫ সিরিজ। ২০২৫ সালে এদেশে আসতে পারে ফোনগুলি। আপাতত চীনে লঞ্চ হওয়া এই সিরিজে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। সিরিজের প্রো এবং নন-প্রো দুটি মডেল ভারতের লঞ্চ হতে পারে।

শাওমি ১৫ প্রো ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। নন প্রো ভ্যারিয়েন্টেও ৫০ মেগাপিক্সেল-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো দুই ফোনেই ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

Show Full Article
Next Story