50MP সেলফি ক্যামেরা ও 125W চার্জিং সহ নয়া ফোন আনছে Motorola, লঞ্চ 16 মে

মোটোরোলা (Motorola) শীঘ্রই চীনে একটি নতুন হাই-এন্ড স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Motorola X50 Ultra। এটি সম্প্রতি ইউরোপে লঞ্চ হওয়া Edge 50 Ultra-এর…

মোটোরোলা (Motorola) শীঘ্রই চীনে একটি নতুন হাই-এন্ড স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Motorola X50 Ultra। এটি সম্প্রতি ইউরোপে লঞ্চ হওয়া Edge 50 Ultra-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েকমাস ধরে ফোনটির সর্ম্পকে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হলেও, এতদিন কোম্পানির তরফে এর লঞ্চের বিষয়ে কোনও শেয়ার করা হয়নি। তবে আজ অবশেষে একটি অফিসিয়াল টিজার প্রকাশ করে Motorola X50 Ultra ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটি চলতি মাসেই মার্কেটে পা রাখতে চলেছে।

Motorola X50 Ultra আগামী সপ্তাহেই আসছে চীনা বাজারে

মোটোরোলা এজ ৫০ সিরিজের ফোনগুলি ধীরে ধীরে বিভিন্ন বাজারে প্রবেশ করতে শুরু করেছে। সম্প্রতি জানা গেছে যে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনটি আগামী সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চ হবে। অন্যদিকে, এই সিরিজের অধীনে মোটোরোলা এজ ৫০ প্রো এবং মোটোরোলা এজ ৫০ আল্ট্রা মডেল দুটি ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট বাজারে প্রকাশিত হয়েছে৷ আর এখন একটি অফিসিয়াল টিজার প্রকাশ করেছে যে, এজ ৫০ আল্ট্রার চীনা সংস্করণটি মোটোরোলা এক্স ৫০ আল্ট্রা নামে আগামী ১৬ মে আত্মপ্রকাশ করতে চলেছে।

অফিসিয়াল টিজারে আসন্ন ডিভাইসটিকে একটি বেইজ কালার অপশনে দেখা গেছে। কিন্তু যেহেতু এজ ৫০ আল্ট্রা ব্ল্যাক এবং পিচ ফাজ ভ্যারিয়েন্টেও পাওয়া যায়, তাই আশা করা যায় যে চীনা মডেলে এই কালার শেডগুলিও অন্তর্ভুক্ত থাকবে। যেহেতু এটি এজ ৫০ আল্ট্রা ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ, তাই এর স্পেসিফিকেশনগুলিও একই রকম হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং মোটোরোলা এক্স৫০ আল্ট্রা মডেলে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চির পি-ওলেড (POLED) ডিসপ্লে থাকতে পারে।

পারফরম্যান্সের জন্য, Motorola X50 Ultra হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি ব্যবহৃত হবে বলে আশা করা যায়, যা ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য, Motorola X50 Ultra ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Motorola X50 Ultra ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।