সেলফি প্রেমীরা কোথায়! 3 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনুন Motorola -র এই দুর্দান্ত ক্যামেরার ফোন
Motorola Edge 50 Fusion Specification এর 144Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেটি 1600 নিটস ব্রাইটনেস লেভেল অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস 5।
আপনি যদি Motorola ফোনের ফ্যান হন এবং দুর্দান্ত সেলফি ক্যামেরা সহ ব্র্যান্ডের নতুন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Motorola Edge 50 Fusion কিনতে পারেন। এই ডিভাইসে আছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর আগামী 18 ডিসেম্বর পর্যন্ত চলা ফ্লিপকার্ট সুপার ভ্যালু ডেজ সেলে আপনি এটি বাম্পার ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। এর 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। এই সেলে Motorola Edge 50 Fusion এর সাথে 2,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরজন্য আইডিএফসি ফার্স্ট ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা পাবেন 3,050 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। পুরানো ফোন এক্সচেঞ্জ করলেও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
মটোরোলা এজ 50 ফিউশন ফিচার ও স্পেসিফিকেশন
Motorola এর এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেটি 1600 নিটস ব্রাইটনেস লেভেল অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস 5। মোটোরোলার এই ডিভাইসে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসরে চলে।
ফটোগ্রাফির জন্য এই মোটোরোলা ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রধান লেন্স সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই ফোনে সেলফির জন্য 32-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola Edge 50 Fusion Specification এর 144Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেটি 1600 নিটস ব্রাইটনেস লেভেল অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস 5।