প্রি-লোডেড অ্যাপস থেকে মুক্তি, স্টক অ্যান্ড্রয়েড সহ নয়া ফোন আনছে Motorola, জলদিই লঞ্চ

মোটোরোলা (Motorola) সম্প্রতি ভারতে তাদের লেটেস্ট ফ্লিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচন করেছে। এই লাইনআপে Razr 40 এবং Razr 40 Ultra মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রিমিয়াম ফোল্ডেবল…

মোটোরোলা (Motorola) সম্প্রতি ভারতে তাদের লেটেস্ট ফ্লিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচন করেছে। এই লাইনআপে Razr 40 এবং Razr 40 Ultra মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইসগুলির উন্মোচনের পর, ব্র্যান্ডটি বর্তমানে Moto G14 নামে একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এটি হল বহুল সমাদৃত Moto G13-এর উত্তরসূরি, যা জানুয়ারিতে বাজারে পা রেখেছিল৷ আর এখন Moto G14-কে এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা ইঙ্গিত করছে যে এটির লঞ্চ আসন্ন। এই সার্টিফিকেশনটি আপকামিং মোটো ফোনটির সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যায়।

Moto G14 পেল FCC-এর ছাড়পত্র

XT2341-3 মডেল নম্বর সহ মোটো জি১৪ ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ডেটাবেসে দেখা মোটো জি১৪ ভ্যারিয়েন্টের মডেল নম্বরের সাথে মেলে৷ এফসিসি তালিকাটি নিশ্চিত করে যে, এই ফোনটি একটি ৪জি স্মার্টফোন হবে যা ২জি, ৩জি, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং এনএফসি সাপোর্ট করবে৷ মোটো জি১৪ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে, এটি সম্ভবত নিয়ার স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স প্রদান করবে।

এছাড়াও এফসিসি ডেটাবেস থেকে জানা গেছে যে, মোটো জি১৪-এর সাথে XT2341-3 মডেল নম্বর সহ একটি ২০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার থাকবে। জানিয়ে রাখি, মোটো জি১৩-এর পূর্ববর্তী ভারতীয় সংস্করণটি মাত্র ১০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে, আর গ্লোবাল মডেলটি ২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে এসেছিল। যেহেতু লিস্টিংটি অতিরিক্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তাই মোটো জি১৪ লঞ্চের পর কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে জন্য আসুন এর পূর্বসূরি মোটো জি১৩-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Moto G13-এর স্পেসিফিকেশন

Moto G13-এ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত। এটি এখন অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ চলে এবং মোটোরোলা এতে তিন বছরের সিকিউরিটি আপডেট সহ অ্যান্ড্রয়েড ১৪-এ আপগ্রেডের নিশ্চয়তা দেয়।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Moto G13-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। ফোনটির কানেক্টিভিটিগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি কম্প্যাটিবিলিটি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১ এবং জিএনএসএস। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G13-তে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, তবে চার্জিং ১০ ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ।