স্বপ্নপূরণ হবে ক্রেতাদের, সস্তায় ফোল্ডেবল ফোন এনে চমকে দিতে পারে Motorola
Motorola তাদের Razr সিরিজের অধীনে ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড ফোন লঞ্চ করে থাকে। আগামী 9 সেপ্টেম্বর লেনোভোর...Motorola তাদের Razr সিরিজের অধীনে ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড ফোন লঞ্চ করে থাকে। আগামী 9 সেপ্টেম্বর লেনোভোর মালিকানাধীন এই সংস্থা ভারতে Razr 50 আনতে চলেছে। তবে এখানেই শেষ নয়। মোটোরোলা ফোল্ডেবল ফোন নিয়ে নতুন কৌশল সম্পর্কে চর্চা শুরু হয়ে গিয়েছে। জল্পনা শোনা যাচ্ছে, এবার সাশ্রয়ী মূল্যে এই ধরনের ফোন লঞ্চ করতে পারে তারা।
মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুযায়ী, Motorola Razr 50s নামে একটি নতুন ফোন HDR10+ সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পাওয়া গিয়েছে। নামে 'S' থাকার অর্থ Razr-এর লাইট ভার্সনের উপর কাজ চলছে এবং অপেক্ষাকৃত সস্তায় বাজারে আসতে পারে।
আরও পড়ুন : স্মার্টফোন দুনিয়ার অন্যতম সেরা ডিসপ্লে সহ লঞ্চ হবে OnePlus 13, ছবি মনে হবে জীবন্ত
Razr 50s লঞ্চের পিছনে মোটোরোলার প্রধান উদ্দেশ্য হবে, এই ধরনের স্টাইলিশ ফোনকে বাজেট ফ্রেন্ডলি প্রাইস পয়েন্টে নিয়ে আসা। তবে আপকামিং মডেলটি কেমন স্পেসিফিকেশন অফার করবে সেটা আপাতত অজানাই। শুধু এটির ডিসপ্লে HDR10+ ফরম্যাট সাপোর্ট করবে বলে নিশ্চিত করা যায়। এছাড়া, এটি Razr 50-এর ডাউনগ্রেড ভার্সন হিসাবে লঞ্চ হবে।
আরও পড়ুন : মাইলেজে অন্য ইলেকট্রিক স্কুটিদের দশ গোল! পুজোর আগে বিরাট চমক নিয়ে হাজির হল Bajaj
Motorola Razr 50 স্পেসিফিকেশন
মোটোরোলা রেজার 50 ফোনে 6.9 ইঞ্চি ইন্টারনাল FHD+ pOLED ডিসপ্লে, 3.6 ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে, Dimensity 7300X প্রসেসর, 8 জিবি/12 জিবি র্যাম, 256 জিবি/512 জিবি স্টোরেজ, 4200mah ব্যাটারি, 30 ওয়াট ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডলবি এটমোস, ডুয়াল স্টিরিও স্পিকার, ও তিনটি মাইক্রোফোন রয়েছে।