125W ফাস্ট চার্জিং সহ নতুন ফোন আনছে Motorola, পারফরম্যান্সও হবে সুপারফাস্ট
Motorola X50 Ultra স্মার্টফোনটি আগামী ১৬ মে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের মাত্র দু’দিন আগে এখন গিকবেঞ্চ...Motorola X50 Ultra স্মার্টফোনটি আগামী ১৬ মে চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের মাত্র দু’দিন আগে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে মোটোরোলার আসন্ন X সিরিজের ফোনটিকে দেখা গেছে। Motorola X50 Ultra হ্যান্ডসেটের গিকবেঞ্চ লিস্টিং থেকে এর প্রসেসর, র্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলি সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Motorola X50 Ultra মডেলটিকে দেখা গেল গিকবেঞ্চের ডেটাবেসে
XT 2401-2 মডেল নম্বর সহ মোটোরোলা এক্স৫০ আল্ট্রা হ্যান্ডসেটটি গিকবেঞ্চ ডেটাবেসে উপস্থিত হয়েছে। হ্যান্ডসেটটি গিকবেঞ্চ ৬.২.০ (Geekbench 6.2.0) বেঞ্চমার্ক টেস্টের সিঙ্গেল-কোর রাউন্ডে ১,৯৪৬ পয়েন্ট এবং মাল্টি-কোর রাউন্ডে ৫,১২৮ পয়েন্ট অর্জন করেছে।
বেঞ্চমার্ক ডেটাবেসটি প্রকাশ করেছে যে, মোটোরোলা এক্স৫০ আল্ট্রায় ১ + ৩ + ৪ কোর কনফিগারেশন সহ একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৩.০১ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে অ্যাড্রেনো ৭৩৫ জিপিইউ যুক্ত থাকবে। এই তথ্যগুলি ইঙ্গিত করেছে যে, ফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলবে। এটি একই প্রসেসর, যা এর আগে রেডমি টার্বো ৩, আইকো জেড৯ টার্বো এবং রিয়েলমি জিটি ৬ হ্যান্ডসেটেও ব্যবহার করা হয়েছে৷ এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি থেকে জানা গেছে যে, মোটোরোলা এক্স৫০ ফোনে ১২ জিবি র্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এটি ছাড়া, গিকবেঞ্চ আসন্ন এক্স সিরিজের হ্যান্ডসেট সম্পর্কে কিছুই প্রকাশ করেনি।
এর আগে, Motorola X50 Ultra ফোনটিকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গিয়েছিল। ৩সি সার্টিফিকেশন অনুযায়ী, আসন্ন মোটোরোলা ফ্ল্যাগশিপটি ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Motorola X50 Ultra হ্যান্ডসেটের টেনা লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ১,২২০ × ২,৭১২ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে এবং ৪,৩৬৫ এমএএইচ ব্যাটারি সহ আসবে।