Nokia 2660 Flip 4G: বাজারে এল নোকিয়ার সস্তা ৪জি ফোন, রয়েছে দুটি স্ক্রিন

Nokia 2660 Flip 4G গ্লোবাল মার্কেটের পর ভারতে লঞ্চ হল। লেটেস্ট এই ফোনে দেখা যাবে আইকনিক ফ্লিপ ডিজাইন। এছাড়া ফোনটি সেকেন্ডারি ডিসপ্লে সহ এসেছে। আবার…

Nokia 2660 Flip 4G গ্লোবাল মার্কেটের পর ভারতে লঞ্চ হল। লেটেস্ট এই ফোনে দেখা যাবে আইকনিক ফ্লিপ ডিজাইন। এছাড়া ফোনটি সেকেন্ডারি ডিসপ্লে সহ এসেছে। আবার ফিচার হিসেবে Nokia 2660 Flip 4G ফোনে আছে Unisoc T107 প্রসেসর সহ ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা। উল্লেখ্য কিছুদিন আগে Nokia 8120 4G নামে আরও একটি ফিচার ফোন ভারতে লঞ্চ হয়েছিল।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনের দাম (Nokia 2660 Flip 4G Price in India)

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনের দাম রাখা হয়েছে ৪,৬৯৯ টাকা। নোকিয়া অনলাইন স্টোর ও অফলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এটি তিনটি রঙে পাওয়া যাবে – রেড, ব্লু ও ব্ল্যাক।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি স্পেসিফিকেশন (Nokia 2660 Flip 4G Specifications)

নোকিয়া ২৬৬০ ফ্লিপ ৪জি ফোনে ডুয়েল ডিসপ্লে উপস্থিত। যেখানে ভিতরে পাওয়া যাবে ৩৪০ x ৩২০ পিক্সেল রেজোলিউশনের ২.৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, আর বাইরে দেওয়া হয়েছে ১৬০ x ১২৮ পিক্সেল রেজোলিউশনের ১.৭৭ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে। এতে একটি এমার্জেন্সি বাটন বর্তমান, যা ৫টি কন্টাক্ট সেভ রাখতে দেবে এবং দ্রুত কল করার অনুমতি দেবে।

Nokia 2660 Flip 4G আইকনিক ক্ল্যামশেলের মতো ডিজাইন ও ডুয়েল সিম সাপোর্ট সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর। সাথে আছে ৪৮ এমবি র‌্যাম ও ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ, যা‌ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ১৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এছাড়া Nokia 2660 Flip ফোনে মিলবে ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা, ডুয়েল সিম, এফএম রেডিও, ব্লুটুথ ৪.২, এমপি৩ প্লেয়ার ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।