Nokia-র বাজেট ফোনে এল Android 13 আপডেট, জুড়লো একাধিক নতুন ফিচার

Nokia G11 Plus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, কারণ তারা অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) আপডেট পেতে শুরু করেছেন। নয়া এই আপডেটের সাথে এপ্রিল ২০২২ এর সিকিউরিটি…

Nokia G11 Plus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, কারণ তারা অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) আপডেট পেতে শুরু করেছেন। নয়া এই আপডেটের সাথে এপ্রিল ২০২২ এর সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে। এই নিয়ে মোট নয়টি Nokia ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট এল।

কোম্পানির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে যে, Nokia G11 Plus এর জন্য আসা Android 13 আপডেট একাধিক নতুন ফিচার যোগ, ভিজুয়াল পরিবর্তন ও সিকিউরিটির ও প্রাইভেসি উন্নত করবে। এই আপডেটের সাইজ ২.৪ জিবি এবং বিল্ড ভার্সন নম্বর ভি২.৪২০।

নোকিয়া জি১১ প্লাস ব্যবহারকারীরা নতুন আপডেট ইনস্টলের পর যে যে পরিবর্তন পাবেন, তার মধ্যে রয়েছে রিডিজাইন নোটিফিকেশন শেড, আরও উন্নত প্রাইভেসি কন্ট্রোল, নতুন অ্যানিমেশন ও উইজেট সহ আপডেট ইন্টারফেস। এছাড়া ব্যাটারি লাইফও আরও বাড়বে।

আপাতত ভারতীয় ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট রোল আউট করা হয়েছে। আশা করা যায় শীঘ্রই অন্যান্য দেশের নোকিয়া জি১১ প্লাস ব্যবহারকারীদের জন্য এই আপডেট রিলিজ করা হবে। আপনি যদি ভারতীয় হন এবং ফোনটি ব্যবহার করেন তাহলে নতুন আপডেটের নোটিফিকেশন নিশ্চয়ই পাবেন। এছাড়া ফোনের ‘সেটিংস’ থেকে ‘সফটওয়্যার আপডেট’ সেকশনে গিয়ে নতুন আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।