গ্লজি ফিনিশের সাথে হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরা, OnePlus 11 এর ছবি সহ ফিচার দেখে নিন

OnePlus 11 কয়েক মাসের মধ্যে বাজারে আসবে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনের বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। এছাড়া ফাঁস হওয়া রেন্ডার থেকে এই প্রিমিয়াম ডিভাইসটির ডিজাইন…

OnePlus 11 কয়েক মাসের মধ্যে বাজারে আসবে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনের বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। এছাড়া ফাঁস হওয়া রেন্ডার থেকে এই প্রিমিয়াম ডিভাইসটির ডিজাইন আমরা দেখতে পেয়েছি। তবে এখন OnePlus 11 এর আরেকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে এর ক্যামেরা সেটআপ পরিস্কার দেখা গেছে। এই ছবি শেয়ার করেছে গ্যাজেট গ্যাং এবং তৈরি করেছে জনপ্রিয় টিপস্টার অনলিকস ( আসল নাম Steve Hemmerstoffer)।

নয়া এই রেন্ডার অনুযায়ী, ওয়ানপ্লাস ১১ দুটি কালারে পাওয়া যাবে – ব্ল্যাক ও মিন্ট গ্রিন। এর আগের রেন্ডারে এই দুই কালার ভ্যারিয়েন্টের নাম জানানো হয়েছিল যথাক্রমে মেট ব্ল্যাক ও গ্লজি গ্রিন। দ্বিতীয় ভ্যারিয়েন্টের রিয়ার প্যানেলে ডুয়েল টোন ফিনিশ দেখা যাবে। তবে প্রথম ভ্যারিয়েন্টে সামান্য এই ডিজাইনের দেখা মিলবে। এক্ষেত্রে ক্যামেরা আইল্যান্ড ব্ল্যাক হবে এবং বাঁকি অংশ গ্লজি থাকবে।

যাইহোক রেন্ডার দেখে আরও বলা যায়, ওয়ানপ্লাস ১১ এর ডান দিকে অ্যালাট স্লাইডার ও পাওয়ার বাটন দেওয়া হবে। আর ব্যাক প্যানেলের মাঝবরাবর দেখা যাবে সংস্থার লোগো। এছাড়া রিয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা বাম্প থাকবে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ থাকবে। আর এদের মধ্যে লেখা থাকবে ‘Hasselblad’ এর ব্র্যান্ডিং।

উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গেছে যে OnePlus 11 ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ২কে রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য OnePlus 11 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফটোগ্রাফির জন্য দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৩২ মেগাপিক্সেল টেলিফটো ইউনিট।