OnePlus Pad 2 হবে বিশ্বের প্রথম ট্যাব যা Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে

ওয়ানপ্লাস গত বছর ফেব্রুয়ারিতে তাদের প্রথম ট্যাবলেট, OnePlus Pad লঞ্চ করেছিল। পরবর্তীকালে ব্র্যান্ডটি সাশ্রয়ী মূল্যের...
Ananya Sarkar 17 April 2024 8:34 PM IST

ওয়ানপ্লাস গত বছর ফেব্রুয়ারিতে তাদের প্রথম ট্যাবলেট, OnePlus Pad লঞ্চ করেছিল। পরবর্তীকালে ব্র্যান্ডটি সাশ্রয়ী মূল্যের OnePlus Pad Go মডেলটিও বাজারে আনে। বর্তমানে ওয়ানপ্লাস পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ট্যাবলেট, OnePlus Pad 2-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। এক টিপস্টার এখন সোশ্যাল মিডিয়ায় ট্যাবলেটটির লঞ্চের সময়সীমা প্রকাশ করেছেন। এছাড়া তিনি এই ট্যাবলেটে ব্যবহৃত চিপসেটটির নামও প্রকাশ করেছেন। আসুন তাহলে OnePlus Pad 2-এর বিষয়ে কি কি জানা গেল, দেখে নেওয়া যাক।

সামনে এল OnePlus Pad 2-এর লঞ্চ টাইমলাইন এবং প্রসেসরে বিবরণ

সুপরিচিত টিপস্টার ম্যাক্স জাম্বোর-এর দাবি, ওয়ানপ্লাস প্যাড 2-তে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হবে। এখনও পর্যন্ত, কোনো ব্র্যান্ডই স্ন্যাপড্রাগন 8 জেন 3-চালিত ট্যাবলেট লঞ্চ করেনি। তবে জল্পনা শোনা যাচ্ছে যে, শাওমি প্যাড 7 প্রো-তেও একই প্রসেসর থাকতে পারে।

জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস প্যাড ছিল ওপ্পো প্যাড 2-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওপ্পো শীঘ্রই চীনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপ-এর সাথে ওপ্পো প্যাড 3 লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্ভবত, এটি মে মাসে রেনো 12 সিরিজের পাশাপাশি বাজারে আত্মপ্রকাশ করবে। এই একই ডিভাইসকে বিশ্ব বাজারে ওয়ানপ্লাস প্যাড 2 হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। তবে এখনও এই ট্যাবটির সম্পর্কে সেভাবে কোনও তথ্য সামনে আসেনি। শুধুমাত্র জানা গেছে যে, এটি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে।

উল্লেখ্য, Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে, OnePlus Pad 2 ট্যাবটি তার পূর্বসূরি মডেলের চেয়ে দামী হতে পারে। জানিয়ে রাখি, MediaTek Dimensity 9000-চালিত OnePlus Pad-এর দাম ছিল ইউরোপে 499 ইউরো এবং ভারতে 37,999 টাকা। তবে, ভারতের বাজারে OnePlus Pad 2-এর দাম প্রায় 45,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যায়, খুব শীঘ্রই বিভিন্ন সূত্র মারফৎ আসন্ন ওয়ানপ্লাস ট্যাবটির সর্ম্পকে বিস্তারিত তথ্য সামনে আসবে।

Show Full Article
Next Story