নজরকাড়া ডিজাইন ও একগুচ্ছ হেল্থ ফিচারসহ লঞ্চ হল OnePlus Watch Cobalt Edition

ওয়ানপ্লাস গত বছর OnePlus Band লঞ্চ করে ওয়ারেবল সেগমেন্টে পা রেখেছিল। চলতি বছরে তারা OnePlus 9 সিরিজের সাথে তাদের প্রথম স্মার্ট ওয়াচ OnePlus Watch বাজারে…

ওয়ানপ্লাস গত বছর OnePlus Band লঞ্চ করে ওয়ারেবল সেগমেন্টে পা রেখেছিল। চলতি বছরে তারা OnePlus 9 সিরিজের সাথে তাদের প্রথম স্মার্ট ওয়াচ OnePlus Watch বাজারে এনেছে। প্রথমে ডিভাইসটি কেবল ক্লাসিক এডিশনে লঞ্চ হলেও, কোম্পানির তরফে শীঘ্রই এর কোবাল্ট এডিশন আনার কথা জানানো হয়। সেই মতই আজ OnePlus Watch Cobalt Edition লঞ্চ হয়েছে। চীনের ই-কমার্স সাইট JD. Com-এ এই নতুন এডিশনকে দাম সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন ওয়ানপ্লাস ওয়াচ কোবাল্ট এডিশনের দাম, ডিজাইন ও ফিচার জেনে নিই।

OnePlus Watch Cobalt Edition এর দাম

JD ই-কমার্স সাইট অনুযায়ী, ওয়ানপ্লাস ওয়াচ কোবাল্ট এডিশনের দাম ১,৫৯৯ ইউয়ান, যা প্রায় ১৮,২০০ টাকা। চীন ছাড়া অন্যান্য মার্কেটে এই নতুন এডিকশন কবে আসবে তা এখনও জানা যায়নি। জানিয়ে রাখি এর ক্লাসিক এডিশনের মূল্য ৯৯৯ ইউয়ান এবং ভারতে ১৪,৯৯৯ টাকা।

OnePlus Watch Cobalt Edition এর ডিজাইন ও ফিচার

কোবাল্ট সংস্করণটি সাপফায়ার গ্লাস কভার সহ এসেছে, যা স্টেইনলেস স্টিলের পাশাপাশি কোবাল্ট অ্যালয় ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর ডায়ালের আকৃতি গোলাকার, যার চারপাশে রয়েছে গোল্ড ফিনিশ। এই এডিশনের সাথে থাকবে লেদার এবং ফ্লুরো রাবার স্ট্র্যাপস।

ডিজাইন কিছুটা আলাদা হলো, কোবাল্ট এডিশনের স্পেসিফিকেশন ক্লাসিক এডিশনের মত। এতে পাওয়া যাবে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশনসহ ১.৩৯ ইঞ্চি এইচডি (৪৫৪×৪৫৪ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। আবার এতে ৪০৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, স্মার্টওয়াচটি ২০ মিনিটের চার্জে পুরো সপ্তাহ এবং মাত্র পাঁচ মিনিটের চার্জে সহজেই একদিনের ব্যাটারি লাইফ সরবরাহ করবে। এতে বর্তমান জল প্রতিরোধী IP68 রেটিংও।

এছাড়া ওয়ানপ্লাস ওয়াচে পাওয়া যাবে ১ জিবি র‌্যাম এবং ৪ জিবি স্টোরেজ। এতে ১১০টিরও বেশি ওয়ার্কআউট মোড দেওয়া হয়েছে, যা ইনবিল্ট সেন্সরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ইউজারের পদক্ষেপগুলি শনাক্ত করতে পারে। তদুপরি, এতে SpO2 মনিটরিং, স্ট্রেস ডিটেকশন, শ্বাস প্রশ্বাস বা হার্ট রেট ট্র্যাকিং ইত্যাদি বেশ কয়েকটি হেল্থ ট্র্যাকিং ফিচার রয়েছে, যার ডেটা ওয়ানপ্লাস হেল্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পর্যবেক্ষণ ও ট্র্যাক করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন