Oppo 300W: বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জার আনছে ওপ্পো, 5 মিনিটেই ব্যাটারি ফুল হয়ে যাবে

বর্তমানে যুগে চরম ব্যস্ততা ও সময়ের অভাব স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফাস্ট চার্জিং ফিচারের প্রয়োজনীয়তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এক সময় স্মার্টফোন নির্মাতারা যেমন তাদের ফোনে ক্যামেরার…

বর্তমানে যুগে চরম ব্যস্ততা ও সময়ের অভাব স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফাস্ট চার্জিং ফিচারের প্রয়োজনীয়তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এক সময় স্মার্টফোন নির্মাতারা যেমন তাদের ফোনে ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে লড়াই করতেন, এখন তার সাথে ”ওয়াট”-এর যুদ্ধও সমান তালে চলছে। কে কত দ্রুত ফোন চার্জ করতে পারে, তা নিয়েই এখন টেক দুনিয়া সরগরম। বছরের শুরুতে রিয়েলমি (Relame) তাদের ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ GT Neo 5-এর সাথে দৌড়ে অনেকটা এগিয়ে ছিল। তবে, একে টেক্কা দিতে ইনফিনিক্স (Infinix) সম্প্রতি লঞ্চ করেছে তাদের ২৬০ ওয়াট অল-রাউন্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি। আবার এখন শোনা যাচ্ছে যে, ওপ্পো (Oppo) সবাইকে টেক্কা দিয়ে সবচেয়ে দ্রুত ফাস্ট-চার্জার নিয়ে কাজ করছে, যার স্পিড ফেব্রুয়ারিতে প্রদর্শিত রেডমির (Redmi) ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তির সমান হবে।

রেডমির নতুন চার্জারের সাথে এখনও কোনও ফোন লঞ্চ হয়নি। এখন এক সূত্রের দারি, ওপ্পোর আবিষ্কারটি বিকাশের পর্যায়ে রয়েছে এবং এটি ৪,৪৫০ এমএএইচ ব্যাটারি (৪,৬০০ এমএএইচ টিপিক্যাল ভ্যালু)-এর সাথে যুক্ত হবে। লঞ্চ হলে, এই নতুন সুপারভোক (SuperVOOC) সলিউশনটি রেডমির ৩০০ ওয়াট ইম্মর্টাল সেকেন্ড চার্জারের পাশাপাশি বাজারে সবচেয়ে দ্রুততম স্মার্টফোন চার্জার হবে। অনুমান, এটি ফোনের ব্যাটারি পাঁচ মিনিটের মধ্যে পুরো চার্জ করে দেবে।

Oppo 300W SuperVOOC চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ করেছেন যে, ওপ্পো বর্তমানে তাদের দ্রুততম ৩০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তির ওপর কাজ করছে, যা বাণিজ্যিকভাবে উপলব্ধ হওয়ার পর রেডমির ৩০০ ওয়াট ইম্মর্টাল সেকেন্ড চার্জারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এপ্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, ফাস্ট চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র চার্জিংয়ের গতিই একমাত্র বিষয় নয়, বরং এটি কতটা দক্ষতার সাথে তাপ নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ পরিচালনা করে – তাও দেখার বিষয়।

ওপ্পোর সুপারভোক চার্জিং সলিউশনটি ব্যাটারি ৮০ শতাংশে না পৌঁছানো পর্যন্ত একই গতি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। তুলনাস্বরূপ, রেডমির ৩০০ ওয়াট চার্জিং সলিউশন প্রায় ৩ সেকেন্ডের জন্য ২৯০ ওয়াট স্পর্শ করতে পারে বলে জানা গেছে। যদিও নতুন সুপারভোক সলিউশনের প্রকাশের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে চলতি বছরের মধ্যেই এটির বাজারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে, বিশ্বের দ্রুততম বাণিজ্যিকভাবে উপলব্ধ ফোন হল Realme GT 3, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই একই ফোন Realme GT Neo 5 হিসেবে চীনের বাজারে উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি, ইনফিনিক্স সম্প্রতি নতুন ২৬০ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ চার্জিং সিস্টেম চালু করেছে, যা এই মুহূর্তে বাজারে দ্বিতীয় দ্রুততম। এছাড়াও, ইনফিনিক্স একটি ১১০ ওয়াট ওয়্যারলেস অল-রাউন্ড ফাস্টচার্জ সলিউশনও চালু করেছে। ওপ্পোর নতুন ফাস্ট-চার্জিং প্রযুক্তিটি স্মার্টফোন বাজারে একটি গেম-চেঞ্জার হতে পারে, বিশেষ করে যদি এটি ব্যাটারি পূর্ণ ক্ষমতায় না পৌঁছানো পর্যন্ত তার সর্বোচ্চ গতি বজায় রাখতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন