ছুঁড়ে মারলেও ভাঙবে না, Oppo A3 Pro ড্রপ প্রতিরোধী রেটিং ও 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

Oppo আজ তাদের হোম-মার্কেটে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করলো। নতুন Oppo A3 Pro মডেলটি IP69, IP68, এবং IP66 সার্টিফিকেশন প্রাপ্ত। যার দরুন এটি সম্পূর্ণরূপে…

Oppo আজ তাদের হোম-মার্কেটে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করলো। নতুন Oppo A3 Pro মডেলটি IP69, IP68, এবং IP66 সার্টিফিকেশন প্রাপ্ত। যার দরুন এটি সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ, এমনকি গরম জল, ডুবন্ত জল, এবং জলের ছেটা লাগলেও ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া Oppo A3 Pro হল সংস্থার প্রথম স্মার্টফোন যা সুইস এসজিএস গোল্ড লেবেল 5-স্টার্ট ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড। একইসাথে জাতীয় মিলিটারি স্ট্যান্ডার্ড ইম্প্যাক্ট রেসিস্টেন্স পরীক্ষায় উত্তীর্ণও হয়েছে। যেকারণে এই নয়া Oppo হ্যান্ডসেট ড্রপ এবং স্ক্র্যাচ প্রতিরোধী। ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক প্যানেল সংস্থা বিকশিত ক্রিস্টাল গ্লাস প্রটেকশন যুক্ত। এছাড়াও একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে এই ফোন। চলুন Oppo A3 Pro স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oppo A3 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নয়া ওপ্পো এ৩ প্রো হ্যান্ডসেটে রয়েছে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 950 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বোচ্চ 12 জিবি LPDDR4x র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সংযুক্ত। আবার 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচারও সাপোর্ট করে এই ফোনে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। আবার নিরাপত্তার জন্য মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A3 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল – 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। এদিকে ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাটি 30fps পর্যন্ত রেটে ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও শুটিং সমর্থন করে। আবার মুখ্য রিয়ার ক্যামেরাটি সর্বোচ্চ 30fps রেটে 4কে ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.3, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল থাকছে৷ আবার পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A3 Pro স্মার্টফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Oppo A3 Pro স্মার্টফোনের দাম

চীনের বাজারে Oppo A3 Pro স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে, যথা 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টগুলির দাম থাকছে যথাক্রমে 1,999 ইউয়ান (প্রায় 22,800 টাকা), 2,199 ইউয়ান (প্রায় 25,100 টাকা) এবং 2,499 ইউয়ান (প্রায় 28,500 টাকা)। এটি তিনটি কালার শেড এবং দুটি ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে, যথা – আজুর (গ্লাস ব্যাক), মাউন্টেন ব্লু (লেদার ব্যাক), এবং ইউনজিন পিঙ্ক (লেদার ব্যাক)।

ফোনটি কতদিনে ভারত সহ বিশ্ববাজারে উপলব্ধ হবে তা এখনো জানা যায়নি।