বিশাল চমক নিয়ে হাজির হচ্ছে Oppo, খুব কম স্মার্টফোনেই দেখা যায় এমন সুবিধা

ওপ্পো এ বছর জানুয়ারিতে চীনে Find সিরিজের ফ্ল্যাগশিপ, Oppo Find X7 এবং Find X7 Ultra লঞ্চ করেছে। যদিও এখনও বিশ্ব বাজারে লঞ্চ হয়নি, তবে এগুলি…

ওপ্পো এ বছর জানুয়ারিতে চীনে Find সিরিজের ফ্ল্যাগশিপ, Oppo Find X7 এবং Find X7 Ultra লঞ্চ করেছে। যদিও এখনও বিশ্ব বাজারে লঞ্চ হয়নি, তবে এগুলি ইন্ডাস্ট্রির প্রথম ডুয়েল পেরিস্কোপ ক্যামেরা যুক্ত স্মার্টফোনের খেতাব অর্জন করে নিয়েছে। ব্র্যান্ডটি বর্তমানে আল্ট্রা মডেলের একটি নতুন ভ্যারিয়েন্টের ওপর কাজ করছে বলে জানা গেছে, যেটিকে Oppo Find X7 Ultra Satellite Communication Edition বলা হচ্ছে। আর এখন, চীনা টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে এসেছে।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হল

ওপ্পো ফাইন্ড এক্স7 আল্ট্রা স্যাটালাইট কমিউনিকেশন এডিশন-এর মডেল নম্বর PHY120 বলে জানা গেছে। এটি ইতিমধ্যেই চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, যা এতে 100 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাপোর্ট থাকবে বলে জানিয়েছে। এবার চীনা টেলিকমের লিস্টিং অফিসিয়াল নাম নিশ্চিত করেছে।

নাম অনুসারে, ওপ্পো ফাইন্ড এক্স7 আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনটি স্যাটেলাইট সংযোগ প্রযুক্তির সাথে আসবে। এই অত্যাধুনিক ফিচারটি ইতিমধ্যেই আইফোন 14 সিরিজ, আইফোন 15 সিরিজ এবং হুয়াওয়ে মেট 50-এর মতো ফোন অফার করছে। বৈশিষ্ট্যটি জরুরি অবস্থায় খুবই কার্যকরী, কারণ এটি ইউজারদের সেলুলার নেটওয়ার্ক বা ওয়াইফাই কভারেজ নেই এমন জায়গা থেকে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে নির্দিষ্ট গ্রহীতার কাছে বার্তা পাঠাতে দেয় এবং গ্রহণও করে।

তবে স্যাটেলাইট কানেক্টিভিটি যোগ করা ছাড়া, Oppo Find X7 Ultra-এর আসন্ন ভ্যারিয়েন্টটি স্ট্যান্ডার্ড আল্ট্রা মডেলের মতো একই স্পেসিফিকেশন অফার করবে। চীনা টেলিকম প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড মডেলটির মতো একই ডিজাইন থাকবে। এর বৃত্তাকার ক্যামেরা মডিউলের মধ্যে চারটি 50 মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে, যার মধ্যে দুটি হবে পেরিস্কোপ লেন্স। আর ফোনের সামনে 6.82 ইঞ্চির কার্ভড ডিসপ্লে থাকবে এবং রেজোলিউশন 1,440 x 3,216 পিক্সেল হবে। থাকবে 5,000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

দামের ক্ষেত্রে, Oppo Find X7 Ultra Satellite Communication Edition-কে 7,999 ইউয়ান (প্রায় 92,300 টাকা) মূল্যের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। টেলিকম সার্টিফিকেশন অনুযায়ী, এটি 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হতে পারে। এখানে লক্ষণীয় যে, চীনা টেলিকমে প্রকৃত দামের চেয়ে বেশি মূল্য উল্লেখ করা হয়ে থাকে।