Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro চোখ ধাঁধানো ফিচার ও সনি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন
Oppo আজ (১২ই জানুয়ারি) ভারতের বাজারে বহুল প্রতীক্ষিত Reno 11 সিরিজের ঘোষণা করল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল...Oppo আজ (১২ই জানুয়ারি) ভারতের বাজারে বহুল প্রতীক্ষিত Reno 11 সিরিজের ঘোষণা করল। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা - Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। জানিয়ে রাখি, এই সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টগুলির ফিচার চীনা সংস্করণের তুলনায় কিছুটা ভিন্ন। এক্ষেত্রে ফিচার হিসাবে Reno 11 সিরিজে - কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার, মিডিয়াটেক প্রসেসর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আবার এই সিরিজটি ভারতে আত্মপ্রকাশ করা সংস্থার প্রথম ফোন যা অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন দ্বারা চালিত। সর্বোপরি সংস্থার পক্ষ থেকে, সিরিজের উভয় মডেলের সাথে তিনটি ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে বলে জানানো হয়েছে। চলুন এবার বিস্তারে Oppo Reno 11 সিরিজের দাম, লভ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Oppo Reno 11 সিরিজের দাম ও লভ্যতা
ভারতের বাজারে স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১ স্মার্টফোনটি মোট দুটি কালার অপশনে এসেছে, যথা - রক গ্রে এবং ওয়েভ গ্রিন। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা ও ৩১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।
উচ্চতর ওপ্পো রেনো ১১ প্রো স্মার্টফোন - পার্ল হোয়াইট এবং রক গ্রে কালার অপশনে পাওয়া যাবে। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৯,৯৯৯ টাকা।
লভ্যতার কথা বললে, ওপ্পো রেনো ১১ সিরিজের প্রত্যেকটি স্মার্টফোন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর সহ পার্টনার রিটেল খুচরা স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে। লঞ্চ অফারের অংশ হিসাবে, ICICI, SBI, IDFC First, Bank of Baroda -এর ক্রেডিট কার্ড বা ওয়ান কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৪,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে নয়া হ্যান্ডসেটগুলি কিনলে ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস মিলবে। যদিও বিদ্যমান ওপ্পো গ্রাহকদের ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এছাড়া কিস্তিতে টাকা শোধ করতে চান এমন ব্যক্তিরা ৯ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা পেয়ে যাবেন।
সর্বোপরি ওপ্পো রেনো ১১ প্রো ৫জি স্মার্টফোন ক্রেতারা মাত্র ২,৯৯৯ টাকা খরচ করে ব্র্যান্ড-নিউ ওপ্পো এনকো এয়ার ২ প্রো (Oppo Enco Air 2 Pro) ইয়ারবাড বাড়ি নিয়ে আসতে পারবেন। একই সাথে এই 'প্রো' ভ্যারিয়েন্টটি ইউপিআই ট্রানজ্যাকশন করে কিনলে ধার্য মূল্যের উপর ৭.৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্টও অফার করা হবে।
জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১১ সিরিজের জন্য প্রি-অর্ডারের কার্যক্রম ইতিমধ্যেই ফ্লিপকার্টের মাধ্যমে লাইভ করে দেওয়া হয়েছে।
Oppo Reno 11 Pro স্পেসিফিকেশন
Oppo Reno 11 Pro স্মার্টফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ৩ডি কার্ভড গ্লাস ডিজাইন লক্ষ্যণীয়। এটি ট্রিপল-লেয়ার গ্লাস ডিজাইন অফার করে। আলোচ্য ডিভাইসে ৬.৭-ইঞ্চির (২৪১২×১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক HDR ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, ১০-বিট প্যানেল, ৯৩% স্ক্রিন টু বডি রেশিও, DCI-P3 কালার গ্যামেট ও HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ এমপি ৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।
Oppo Reno 11 Pro ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS, এফ/১.৯ অ্যাপারচার ও ২৪ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX 890 প্রাইমারি লেন্স (সেন্সর সাইজ : ১/১.৫৬-ইঞ্চি) + ২এক্স অপটিক্যাল জুম, এফ/২.০ অ্যাপারচার ও ৪৭মিমি ফোকাল লেন্থ যুক্ত ৩২ মেগাপিক্সেলের Sony IMX 709 RGBW টেলিফোটো পোর্ট্রেট শুটার + ১১২° ফিল্ড অফ ভিউ, এফ/২.২ অ্যাপারচার ও ১৬মিমি ফোকাল লেন্থের সাথে ৮ মেগাপিক্সেল Sony IMX 355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই রিয়ার ক্যামেরা ইউনিট হাইপারটোন ইমেজিং ইঞ্জিন সমর্থন করে। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি ক্যামেরা বিদ্যমান, যার সেন্সর সাইজ ১/২.৭৪-ইঞ্চি।
নবাগত এই ওপ্পো হ্যান্ডসেটে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ২৮ মিনিটে ১০০% চার্জ হতে সক্ষম। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর পরিমাপ ১৬২.৪x৭৪.১x৭.৫৯ মিমি (রক গ্রে) / ৭.৬ মিমি (পিয়ার হোয়াইট) এবং ওজন ১৮১ গ্রাম।
Oppo Reno 11 স্পেসিফিকেশন ও ফিচার
সিরিজের বেস মডেলের বাহ্যিক ডিজাইন ও অপারেটিং সিস্টেম ভার্সন উচ্চতর ভ্যারিয়েন্টের অনুরূপ থাকছে। এটি ৬.৭-ইঞ্চির (২৪১২x১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক HDR ব্রাইটনেস, ২০:৯ রেসপেক্ট রেশিও, ১০-বিট প্যানেল, ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও, DCI-P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। উক্ত ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর এবং মালি জি৬১০ জিপিইউ সমন্বিত থাকছে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে।
Oppo Reno 11 ফোন LED ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এই ক্যামেরাগুলি হল - OIS, এফ/১.৮ অ্যাপারচার ও ২৬মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের Sony LYT 600 প্রাইমারি লেন্স (সেন্সর সাইজ : ১/১.৯৫-ইঞ্চি) + ২এক্স অপটিক্যাল জুম, এফ/২.০ অ্যাপারচার ও ৪৭মিমি ফোকাল লেন্থ যুক্ত ৩২ মেগাপিক্সেলের Sony IMX 709 RGBW টেলিফোটো পোর্ট্রেট শুটার + ১১২° ফিল্ড-অফ-ভিউ, এফ/২.২ অ্যাপারচার ও ১৬মিমি ফোকাল লেন্থের সাথে ৮ মেগাপিক্সেলের Sony IMX 355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই ফোনের রিয়ার ক্যামেরা ইউনিটও হাইপারটোন ইমেজিং ইঞ্জিন সাপোর্ট করে। ডিভাইসটির ডিসপ্লের উপরিভাগে ৩২ মেগাপিক্সেলের OmniVision OV32C ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষ্যনীয়, যার সেন্সর সাইজ ১/২.৭৪-ইঞ্চি।
Oppo Reno 11 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে এবং মাত্র ৪৫ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার বিদ্যমান। পরিশেষে এর পরিমাপ ১৬২.৪x৭৪.১x৭.৯৯ মিমি (রক গ্রে) / ৮.০৪ মিমি (ওয়েভ গ্রিন) এবং ওজন ১৮২ গ্রাম।