Oppo Reno 11 লঞ্চের আগেই ফ্লিপকার্টে হাজির, সামনে এল ক্যামেরার সব খুঁটিনাটি

গত নভেম্বরে ওপ্পো তাদের হোম মার্কেটে বহু প্রতীক্ষিত Oppo Reno 11 সিরিজটি লঞ্চ করেছে, যা দুটি মডেলের সমন্বয়ে গঠিত – Oppo Reno 11 এবং Oppo…

গত নভেম্বরে ওপ্পো তাদের হোম মার্কেটে বহু প্রতীক্ষিত Oppo Reno 11 সিরিজটি লঞ্চ করেছে, যা দুটি মডেলের সমন্বয়ে গঠিত – Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। কোম্পানি এবার বিশ্ববাজারে এই ফোনগুলিকে লঞ্চ করার পরিকল্পনা করছে। আগামী ১১ জানুয়ারি মালয়েশিয়ার মার্কেটে Reno 11 লাইনআপটি উন্মোচিত হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। মনে করা হচ্ছে যে, ভারতীয় বাজারেও এই ওপ্পো হ্যান্ডসেটগুলির লঞ্চ আসন্ন, কারণ Reno 11 সিরিজের ল্যান্ডিং পেজ এখন ওপ্পো ইন্ডিয়া (Oppo India)-এর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ একসাথে লাইভ হয়েছে। কি কি তথ্য উঠে এল এই ল্যান্ডিং পেজ থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Oppo Reno 11 সিরিজের ল্যান্ডিং পেজ লাইভ হল Oppo India এবং ফ্লিপকার্ট-এ

ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজটি ওপ্পো রেনো ১১ প্রো-এর ক্যামেরা সিস্টেম সম্পর্কে একগুচ্ছ তথ্য প্রকাশ করেছে। এটি নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা একটি ১১২-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (সম্ভবত ৮ মেগাপিক্সেলের) এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরার সাথে যুক্ত হবে। আর ফোনের সামনে অটোফোকাস সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সরও অবস্থান করবে।

এর পাশাপাশি, উল্লেখিত ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাটি স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১ মডেলেও থাকবে এবং এটি ৬৭ ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং অফার করবে। অন্যদিকে, ওপ্পো রেনো ১১ প্রো ফোনটি দ্রুততর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনের সাথে বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, টিজারগুলি আর কোনও তথ্য প্রকাশ না করলেও, একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro – উভয় গ্লোবাল মডেলেই চীনা ভ্যারিয়েন্টের তুলনায় আলাদা প্রসেসর থাকতে পারে। রেগুলার Reno 11 মডেলটি বিশ্ববাজারে MediaTek Dimensity 8200-এর পরিবর্তে Dimensity 1080 চিপসেটের সাথে আসবে, যেখানে রেনো 11 Pro-তে Dimensity 8200 বা Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপটি থাকতে পারে। তবে প্রসেসর ছাড়া অন্যান্য স্পেসিফিকেশনগুলি চীনা মডেলের মতোই হবে বলে আশা করা যায়।