Redmi Note 13-এর দাপট হবে শেষ! 6 মার্চ দেশে আসছে Realme 12 ও Realme 12+

গত মাসে এদেশে Realme 12 Pro সিরিজের সফল লঞ্চের পর থেকেই নন-প্রো মডেলগুলির আগমন নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে,...
Ananya Sarkar 20 Feb 2024 6:32 PM IST

গত মাসে এদেশে Realme 12 Pro সিরিজের সফল লঞ্চের পর থেকেই নন-প্রো মডেলগুলির আগমন নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে, স্ট্যান্ডার্ড Realme 12 এবং Realme 12+ মডেল দুটি খুব শীঘ্রই এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে। আর এখন হ্যান্ডসেট দু'টির লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আগামী মাসেই Realme 12 এবং Realme 12+এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে সংস্থা। আসুন ডিভাইসগুলির সম্ভাব্য লঞ্চের তারিখের পাশাপাশি এখনও পর্যন্ত এগুলি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Realme 12 এবং Realme 12+ এর লঞ্চের সময়সূচি

টিপস্টার সুধাংশু আম্ভোরে তার একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন যে, আগামী ৬ মার্চ, দুপুর ১২টায় ভারতে বেস রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্লাস লঞ্চ করা হবে। এর আগে টিপস্টার প্লাস মডেলটির স্পেসিফিকেশনও প্রকাশ করেছিলেন। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো প্লাস এবং রিয়েলমি ১২ প্লাস আগামী ২৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় লঞ্চ হবে বলেও জানা গেছে। এছাড়া, রিয়েলমি ১২ প্লাস আরও বেশ কয়েকটি দেশে শীঘ্রই বিক্রির জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

https://twitter.com/Sudhanshu1414/status/1759581088538567099?t=d_NASlySKcEcNi6v_zkzGg&s=19

সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, Realme 12+ মডেলটিতে ২,৪০০ x ১,০৮০ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Realme 12+এ MediaTek Dimensity 7050 প্রসেসরটি অন্তর্ভুক্ত থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই রিয়েলমি ফোনটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসতে পারে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া, Realme 12+ সম্ভবত ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে চলবে।

Show Full Article
Next Story