১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এই রিয়েলমি ফোন মিলছে ৮,০০০ টাকার নিচে, কম দামী মোবাইলেই উঠবে ঝকঝকে ছবি?

আপনি কি এখন একটি ভালো ক্যামেরা ফোন কিনতে চাইছেন? এদিকে এর জন্য আপনার বাজেট খুবই কম বা বলা ভালো আপনি ১০ হাজার টাকার বেশি খরচ…

আপনি কি এখন একটি ভালো ক্যামেরা ফোন কিনতে চাইছেন? এদিকে এর জন্য আপনার বাজেট খুবই কম বা বলা ভালো আপনি ১০ হাজার টাকার বেশি খরচ করতে চাইছেননা? এমতাবস্থায় আপনার জন্য সেরা বিকল্প হতে পারে রিয়েলমি সি৫৩ হ্যান্ডসেটটি। ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচারবিশিষ্ট, সর্বোপরি আইফোনের মতো ডিজাইনওয়ালা এই ফোনটি এমনিতেই বেশ সস্তা, তবে এখন আবার অ্যামাজন ইন্ডিয়া এতে দুর্দান্ত অফার দিচ্ছে – ফলত রিয়েলমি সি৫৩ এখন ৮,০০০ টাকার চাইতেও অনেক কমে অর্ডার করা যেতে পারে।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি সি৫৩ এখন পাবেন ৮ হাজার টাকার কমে

রিয়েলমি সি৫৩ ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে অ্যামাজনে এখন এটি মাত্র ৮,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অফারের সুবিধা মিলবেনা। কিন্তু আপনি যদি এই হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে পুরোনো কোনো স্মার্টফোন বদলে নেন, তাহলে আরও ৮,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে সক্ষম হবেন।

অতএব ভাগ্য ভালো থাকলে যে সব মিলিয়ে ফোনটি ৮,০০০ টাকার চাইতেও কমে কেনা যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই।

রিয়েলমি সি৫৩ ফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি সি৫৩ স্মার্টফোনটিতে আইফোনের মতো ডিজাইনের সাথে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এইচডি এলসিডি ২.৫ডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১২ প্রসেসর, যার সাথে মেলে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প। এক্ষেত্রে ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম প্লাস ফিচারও থাকছে, যেখানে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করলে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা পাবেন। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ১৮ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। এছাড়া ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি মোবাইল ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।