Realme ক্রেতাদের মন ভেঙে বড় সিদ্ধান্ত নিল, পুরোপুরি বন্ধ হল এই স্মার্টফোন সিরিজ

দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) সারা বছর ধরে বিভিন্ন দামে নতুন নতুন মডেল লঞ্চ করে থাকে। সংস্থার ঝুলিতে প্রচুর প্রিমিয়াম, মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল…

দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) সারা বছর ধরে বিভিন্ন দামে নতুন নতুন মডেল লঞ্চ করে থাকে। সংস্থার ঝুলিতে প্রচুর প্রিমিয়াম, মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল ফোন থাকলেও, সেগুলির মধ্যে “Master Explorer Edition” নিঃসন্দেহে বাজারে আলাদা পরিচয় তৈরি করার পাশাপাশি ক্রেতাদের মন জিতে নিয়েছে। যার মূল কারণ অনন্য ডিজাইন ও মনমাতানো ফিচারের সমাবেশ। কিন্তু রিয়েলমির পুনর্গঠনের অংশ হিসাবে এই এডিশনের নতুন কোনও মডেল আর লঞ্চ হবে না বলে ঘোষণা করা হয়েছে। এক কথায় “Master Explorer Edition” এর যাত্রায় ইতি টানা হল সংস্থার তরফে। ফলে গত বছর আত্মপ্রকাশ করা Realme GT2 Master Explorer Edition-ই হল এই সিরিজের শেষ মডেল।

বন্ধ হয়ে গেল Realme-এর Master Explorer Edition

চীনে রিয়েলমির প্রেসিডেন্ট ও ব্র্যান্ডের ভাইস প্রেসিডেন্ট, জু কি তাদের পণ্যের সরলীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ঘোষণা করেছেন যে, রিয়েলমি জিটি২ মাস্টার এক্সপ্লোরার এডিশনের পর নতুন করে মাস্টার এক্সপ্লোরার এডিশন ব্র্যান্ডিংয়ের সাথে কোনও ফোন লঞ্চ হবে না। শুধু তাই নয়, জু কি তার বিবৃতিতে একটি নতুন সিরিজের দিকেও ইঙ্গিত দিয়েছেন, যা “এক্সপ্লোরার” সিরিজের অনুরাগীদের কথা মাথায় রেখে বাজারে আসতে পারে।

জানিয়ে রাখি, রিয়েলমির ফোনগুলি বর্তমানে নিও, নিউমেরিক, জিটি, কিউ, ভি এবং এক্স-এর মতো বেশ কয়েকটি সিরিজ নিয়ে গঠিত। তবে, এই সিরিজগুলির মধ্যে কিছু দামের ক্ষেত্রে ওভারল্যাপ করেছে, যার ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এটিই লাইনআপ পুনর্গঠনের পিছনে একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১ সালে লঞ্চ হওয়া Realme GT Master Explorer Edition এবং গত বছর জুলাই মাসে উন্মোচিত Realme GT2 Master Explorer Edition মডেলগুলির সাথে “Master Explorer Edition” ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনগুলি তাদের নতুন ও আকর্ষণীয় ডিজাইনের জন্য ক্রেতাদের মধ্যে সমাদৃত হয়, যার মধ্যে ট্রাভেলিং কেস এবং হার্ড কেস ব্যাক কভারও অন্তর্ভুক্ত রয়েছে। তাই, এই সিরিজটি বন্ধ করার সিদ্ধান্তটি রিয়েলমির সেই সমস্ত গ্রাহকদের কাছে হতাশাজনক হতে পারে, যারা অভিনব ডিজাইনের জন্য এই মডেলগুলিকে পছন্দ করেন। তবে, কোম্পানির প্রোডাক্ট লাইনকে স্ট্রিমলাইন করার সিদ্ধান্তটি অফারগুলিকে সরলীকৃত করার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার দিকে ব্র্যান্ডের একটি ইতিবাচক পদক্ষেপ বলে অনেকে মনে করছেন।

উল্লেখ্য, Master Explorer Edition” ব্র্যান্ডিং যুক্ত স্মার্টফোনের বদলি হিসাবে যে সিরিজ বাজারে আসবে বলে শোনা যাচ্ছে, সেটির সম্পর্কে রিয়েলমি এখনও কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি। এই সিরিজটি ইউজারদের জন্য কী নতুন ফিচার এবং ডিজাইন অফার করবে, তা-ই এখন দেখার। সামগ্রিকভাবে বলা যায়, রিয়েলমির প্রোডাক্ট লাইনকে সহজ করার সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ, যা কোম্পানিকে তাদের গ্রাহকদের চাহিদা পূরণ করতে ও উচ্চ-মানের ডিভাইস সরবরাহে মনোযোগ দিতে সাহায্য করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন