সস্তা ফোনেও 512 জিবি স্টোরেজ? P সিরিজের হাত ধরে বড় সিদ্ধান্ত নিতে পারে Realme

Realme P1 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে মাস চারেকের বেশি। এই লাইনআপের অধীনে P1 5G ও P1 Pro 5G নামে দুই স্মার্টফোন উপলব্ধ। রিয়েলমি অফিশিয়ালি না…

realme p2 pro ram storage color variants leaked launch imminent

Realme P1 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে মাস চারেকের বেশি। এই লাইনআপের অধীনে P1 5G ও P1 Pro 5G নামে দুই স্মার্টফোন উপলব্ধ। রিয়েলমি অফিশিয়ালি না বললেও ইতিমধ্যেই Realme P2 সিরিজের উপর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর সামনে এসেছে। এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের Pro ভ্যারিয়েন্ট ভারতের BIS থেকে ছাড়পত্র পেয়েছে। এটি ইঙ্গিত করে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হবে। এখন আরেকটি রিপোর্ট Realme P2 Pro-এর র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন ফাঁস করেছে।

91মোবাইলস হিন্দির প্রতিবেদন অনুযায়ী, Realme P2 Pro একাধিক মেমরি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। যেমন 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। ফোনটি গ্রে ও গ্রীন কালারে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: iQOO Z9 Turbo+: বছরের সেরা ফিচার্স নিয়ে আসছে এই স্মার্টফোন, লঞ্চ হবে সেপ্টেম্বরে

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS-এ RMX3987 মডেল নম্বরের যে ফোনটি লিস্টেড হয়েছে, সেটিই Realme P2 Pro বলে মনে করা হচ্ছে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি স্পেসিফিকেশন সর্ম্পকিত কোনও তথ্য প্রকাশ করেনি। তবে সংস্থা যে ভাবে ঘন ঘন ফোন লঞ্চ করছে, তাতে Realme P2 Pro-এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না।

আরও পড়ুন: Realme: আর মিনিটে নয়, সেকেন্ডে চোখের পলকে চার্জ হচ্ছে ফোন, ভিডিয়ো ফাঁস হতেই হইচই

Realme P2 Pro এপ্রিলে লঞ্চ হওয়া P1 Pro-র তুলনায় একাধিক আপগ্রেড নিয়ে আসবে। মনে করিয়ে দিই, Realme P1 Pro ফোনে 6.7 ইঞ্চি 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত FHD অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট, 50MP+8MP মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 45W ফাস্ট চার্জিং সহ 5,000mah ব্যাটারি পাওয়া যায়।