Redmi 12C প্রথম সেলে মাত্র 8499 টাকায় কেনার সুযোগ, রয়েছে 9 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi 12C আজ প্রথমবার ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। গত সপ্তাহে বাজারে আসা ফোনটি আজ দুপুর বারোটায় ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির অফিসিয়াল…

Redmi 12C আজ প্রথমবার ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। গত সপ্তাহে বাজারে আসা ফোনটি আজ দুপুর বারোটায় ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির অফিসিয়াল সাইট Mi.com ও স্টোর Mi Home থেকে কেনা যাবে। আর সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। Redmi 12C ফোনের ফিচারের কথা বললে, এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

রেডমি ১২সি-এর দাম ও সেল অফার (Redmi 12C Price, Sale Offers)

রেডমি ১২সি এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১০,৯৯৯ টাকা। এতে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফোনটি চারটি কালার অপশনে এসেছে – গ্রাফাইট গ্রে, ওশান ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার পার্পল।

লঞ্চ অফার হিসেবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা রেডমি ১২সি এর উপর ৫০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়া ইএমআই অপশন ও এক্সচেঞ্জ অফারের সাথেও ফোনটি কেনা যাবে।

Redmi 12C-এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi 12C ফোনের সামনে দেখা যাবে ৬.৭১ ইঞ্চি এইচডি+ (১,৬৫০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি প্যানেল, যা ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০০ নিট উজ্জ্বলতা ও ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Redmi 12C ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

সিকিউরিটির জন্য এই ফোনে ফেস রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার উপস্থিত রয়েছে। আর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন