108 মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 5G ফোনের সাথে কুপন ডিসকাউন্ট, লঞ্চের পর প্রথম এত কমে

108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হওয়া Redmi 13 5G স্মার্টফোন কম দামে কেনার সুযোগ। অ্যামাজন ইন্ডিয়ায় এই নতুন 5G ডিভাইসটি ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্টের…

redmi 13 5g price drop with coupon discount now at 12998 rupees

108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হওয়া Redmi 13 5G স্মার্টফোন কম দামে কেনার সুযোগ। অ্যামাজন ইন্ডিয়ায় এই নতুন 5G ডিভাইসটি ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনের 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,998 টাকা।

আবার Redmi 13 5G এর 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 15,498 টাকা। তবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে পেমেন্ট করলে 8 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট 1000 টাকা ছাড়ে কেনা যাবে। আবার বেস ভ্যারিয়েন্টের সাথে 1000 টাকা ফ্ল্যাট কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Samsung Galaxy Quantum 5 অভিনব বিশেষত্ব সহ লঞ্চ হল, রয়েছে AI ফিচারের সাথে ক্রিপ্টোগ্রাফি সিকিউরিটি

কুপন ডিসকাউন্টেল পরে, Redmi 13 5G এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম কমে আসবে 12,998 টাকায়। শুধু তাই নয়, আপনি চাইলে এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারেন। এক্ষেত্রে 13,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ডিভাইসটি ব্ল্যাক ডায়মন্ড, হাওয়াইয়ান ব্লু এবং অর্কিড পিঙ্ক কালারে পাওয়া যাবে।

Redmi 13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি 13 5জি ফোনের সামনে দেখা যাবে 6.7-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি
সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

আরও পড়ুন: JioCloud: জিও ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন ক্লাউড স্টোরেজ, কীভাবে মিলবে 100GB স্টোরেজ

পারফরম্যান্সের জন্য রেডমি 13 5জি ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 AE প্রসেসর ও অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস সফটওয়্যার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5030 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন