Redmi A4 5G Redmi Note 14

জোড়া ধামাকা! রেডমি এ৪ ৫জি চলতি মাসে ভারতে লঞ্চ হচ্ছে, আগামী মাসে আসছে রেডমি নোট ১৪

Redmi A4 5G Redmi Note 14 - রেডমি এ৪ ৫জি নভেম্বরে এই বাজেট স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভারতে রেডমি‌ নোট ১৪ সিরিজের দাম ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হবে।

Julai Mondal 5 Nov 2024 11:40 PM IST

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি এ৪ ৫জি ও রেডমি নোট ১৪ সিরিজ। আজ একটি সাক্ষাৎকারে শাওমির এক কর্মকর্তা এদের লঞ্চের সময় জানিয়েছে। তিনি বলেন, চলতি মাসে অর্থাৎ নভেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে Redmi A4 5G। আর ডিসেম্বরে এদেশে পা রাখবে Redmi Note 14 সিরিজ। উল্লেখ্য, আজ শাওমির তরফে আরও জানানো হয়েছে যে, তাদের বর্তমান প্রেসিডেন্ট মুরালীকৃষ্ণাণ বি এই বছরের শেষে কোম্পানি ছাড়বেন। তিনি গবেষণার কাজে শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

রেডমি এ৪ ৫জি, রেডমি নোট ১৪ ভারতে লঞ্চ হচ্ছে

প্রথমেই বলি রেডমি এ৪ ৫জি ফোনের কথা। নভেম্বরে এই বাজেট স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গত অক্টোবরে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে এই ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। রেডমি এ৪ ৫জি এর দাম ভারতে ১০,০০০ টাকার কম রাখা হবে বলে ইতিমধ্যেই শাওমির তরফে নিশ্চিত করা হয়েছে।

পরে জানা যায়, ভারতের বাজারে রেডমি এ৪ ৫জি হ্যান্ডসেটের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮,৪৯৯ টাকা (অফারের পরে) থেকে শুরু হতে পারে। এর সামনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এইচডি+ এলসিডি প্যানেল থাকতে পারে। ফটোগ্রাফির জন্য দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

এদিকে শাওমি পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে‌ ভারতে লঞ্চ করবে রেডমি নোট ১৪ সিরিজ। এরফলে কোভিডের পর প্রথমবার শাওমি একই বছরে দুবার রেডমি নোট সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। এর আগেও ছয় মাস অন্তর ভারতে রেডমি নোট সিরিজের স্মার্টফোন আনা হত। তবে করোনার সময় থেকে এই রীতিতে বদল আসে। মনে হচ্ছে সংস্থাটি আবার পুরানো কৌশলে ফিরে আসছে।

উল্লেখ্য, রেডমি নোট ১৪ সিরিজ ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। তবে ভারতীয় ভ্যারিয়েন্টগুলিতে কিছুটা ভিন্ন স্পেসিফিকেশন দেখা যাবে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। যেমন এই সিরিজে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। আবার লেটেস্ট মিড রেঞ্জ প্রসেসর ও বড় ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি ৯০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভারতে রেডমি‌ নোট ১৪ সিরিজের দাম ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হবে।

Show Full Article
Next Story