এই ফোনে One UI 5.1 কাস্টম স্কিনের সঙ্গে জরুরী সিকিউরিটি আপডেট রিলিজ করল Samsung, আপনি পেয়েছেন?

স্যামসাং গত বছরের মার্চ মাসে F সিরিজের অধীনে Samsung Galaxy F23 5G বাজারে এনেছিল। এবার স্মার্টফোনটির জন্য সংস্থা একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। লঞ্চের…

স্যামসাং গত বছরের মার্চ মাসে F সিরিজের অধীনে Samsung Galaxy F23 5G বাজারে এনেছিল। এবার স্মার্টফোনটির জন্য সংস্থা একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। লঞ্চের সময় ফোনটি Android 12 নির্ভর One UI 4.1 কাস্টম স্কিনে রান করতো। এখন Samsung Galaxy F23 5G মডেলটি One UI 5.1 কাস্টম স্কিন সহ নতুন সিকিউরিটি প্যাচ আপডেট পেতে শুরু করেছে।

Samsung Galaxy F23 5G পেল One UI 5.1 আপডেট ও আগস্ট মাসের সিকিউরিটি প্যাচ

দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনটি E236B\XXU4CWI1/E236BODM4CWI1 /E236BXXU4CWH1 নামে নতুন নতুন ফার্মওয়্যার ভার্সনে আপগ্রেড করেছে। আপডেটটি ডাউনলোড করতে ৭০০ মেগাবাইট ডেটা খরচ হবে। এটি আগস্ট, ২০২৩-এর সিকিউরিটি প্যাচ অফার করে। অর্থাৎ, কোম্পানি গ্যালাক্সি এফ২৩ ৫জি-এর সামগ্রিক নিরাপত্তার মাত্রা উন্নততর করেছে। সর্বোপরি স্মার্টফোনটি এখন ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিনে রান করতে চলেছে।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি-এর ব্যবহারকারীরা তাদের ফোনে ওই আপডেটটি এসেছে কিনা তা চেক করার জন্য, ফোনের সেটিংসে গিয়ে সফ্টওয়্যার আপডেট বিভাগে নেভিগেট করে দেখতে পারেন। এই অপশনটিতে ট্যাপ করে আপডেটটি চেক করার পর, ডিভাইসে সেই নতুন সফ্টওয়্যার বিল্ট ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। এখানে লক্ষণীয় যে, আপডেটটি ডাউনলোড করার জন্য ফোনটিকে ওয়াই-ফাই-এর সাথে সংযুক্ত থাকার জন্য সুপারিশ করা হয়৷

Samsung Galaxy F23 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy F23 5G-এ লম্বা ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল থাকে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। স্মার্টফোনটি Qualcomm Snapdragon ৭৫০জি প্রসেসর দ্বারা চালিত, যা ৬ জিবি র‍্যাম (অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F23 5G-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।