Amazon Sale-এ ব্যাপক সস্তায় মিলছে এই প্রিমিয়াম Samsung ফোন, ফিচার পাগল করে দেবে!
নতুন বছর ২০২৪ শুরু হয়েছে আজ প্রায় দু সপ্তাহ হল – আজ থেকে Amazon India-র বছরের প্রথম বড় সেলের পালা! আসলে প্রজাতন্ত্র...নতুন বছর ২০২৪ শুরু হয়েছে আজ প্রায় দু সপ্তাহ হল – আজ থেকে Amazon India-র বছরের প্রথম বড় সেলের পালা! আসলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি Great Republic Day Sale দিতে শুরু করেছে, যেখানে অনেক স্মার্টফোনে আকর্ষণীয় অফার মিলছে। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘসময় ধরে একটি ভালো প্রিমিয়াম ফোন কেনার কথা ভেবে থাকেন, কিন্তু বাজেটের কারণে আপনার সেই ইচ্ছে পূরণ না হয়, তাহলে Amazon Great Republic Day Sale-এর একটি অফার আপনার দারুণ কাজে আসবে। আসলে চলতি বিক্রয়পর্বে Samsung-এর অন্যতম জনপ্রিয় হাই-এন্ড স্মার্টফোন Galaxy S23 Ultra ৫০ হাজার টাকার কমে কেনার সুযোগ মিলছে। আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে এই সাশ্রয় করতে পারবেন। তো আসুন, দেখে নিই Samsung Galaxy S23 Ultra-তে Amazon ঠিক কী অফার দিচ্ছে…
Republic Sale: নজরকাড়া ছাড়ে মিলছে Samsung Galaxy S23 Ultra
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ১,৪৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এটি ২৩% ছাড়ে ১,১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে অতিরিক্ত ১১,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এছাড়াও যদি পুরোনো ফোনের বদলে এই প্রিমিয়াম স্যামসাং স্মার্টফোনটি অর্ডার করা হয়, তাহলে ৫৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে (শর্তাবলি প্রযোজ্য)। ফলত, সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে এটি ৫০,০০০ টাকার কম খরচেই হাতের মুঠোয় পেয়ে যাবেন। উল্লেখ্য, ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন এবং ক্রিম রঙে উপলব্ধ।
Samsung Galaxy S23 Ultra-র স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে দামী বা প্রিমিয়াম স্মার্টফোন, যার
বয়েস এক বছর। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, যার সাথে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য ফোনটিতে পাবেন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটটি স্টাইলাস সাপোর্টসহ আসে।