Samsung Holiday সেলে লোভনীয় ছাড়, বড়দিন উপলক্ষে কম দামে কিনে ফেলুন প্রিমিয়াম স্মার্টফোন
বড়দিন উপলক্ষে দারুন অফার নিয়ে এল Samsung। শুরু হয়েছে Holiday Sale। যেখানে Galaxy Z Fold 6 সহ প্রিমিয়াম স্মার্টফোনের উপর থাকছে ছাড় এবং নো কস্ট EMI অফার।
Samsung এর স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি বড়দিন উপলক্ষে Holiday Sale আয়োজন করেছে কোম্পানি। এই সেল চলাকালীন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে পাবেন ছাড় এবং নো কস্ট EMI এর সুবিধা। কোন কোন স্মার্টফোন কিনলে অফারটির লাভ তুলতে পারবেন জেনে নিন।
Samsung Holiday Sale সস্তায় দেবে স্মার্টফোন কেনার সুযোগ
স্যামসাং হলিডে সেলে 1,64,999 টাকার পরিবর্তে 1,44,999 টাকায় কেনা যাবে Galaxy Z Fold 6। এটি 24 মাসের মেয়াদে নো-কস্ট EMI অফারের সাথে বাড়ি নিয়ে আসা যাবে। একইভাবে, সীমিত সময়ের জন্য অফার রয়েছে আরও একটি স্মার্টফোনে। ক্রেতারা 24 মাস ধরে বিনা সুদে EMI-সহ 89999 টাকায় কিনতে পারবেন Galaxy Z Flip 6 স্মার্টফোন। এটির আসল দাম হল টাকা 1,09,999 টাকা।
Galaxy Z Flip 6-এর জন্য 2500 টাকা এবং Galaxy Z Fold 6-এর জন্য 4028 টাকা থেকে শুরু হয় EMI বিকল্প। এগুলি ছিল ফোল্ডেবল স্মার্টফোন। অন্যান্য মডেলেও রয়েছে অফার। Samsung-এর ফ্ল্যাগশিপ Galaxy S24 Ultra (256 জিবি) বিক্রি হচ্ছে 1,09,999 টাকায়। এই ফোনের উপর 12000 টাকার অতিরিক্ত আপগ্রেড বোনাস-সহ 8000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া রয়েছে 12000 টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক।
Galaxy S24 (128 জিবি) কিনতে পারবেন 62,999 টাকায়। এর উপর রয়েছে 12000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ফোনের EMI শুরু 2625 টাকা থেকে। Galaxy S24 FE (256 জিবি) এর আসল দাম 65,999 টাকা হলেও অফার চলাকালীন এটি পাওয়া যাবে 60,999 টাকায়। এর মধ্যে রয়েছে 5000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি রয়েছে নো কস্ট EMI এর সুবিধা, যা শুরু 2542 টাকা থেকে। Galaxy S24+ (256 জিবি) কেনা যাবে 64,999 টাকায়।
বড়দিন উপলক্ষে দারুন অফার নিয়ে এল Samsung। শুরু হয়েছে Holiday Sale। যেখানে Galaxy Z Fold 6 সহ প্রিমিয়াম স্মার্টফোনের উপর থাকছে ছাড় এবং নো কস্ট EMI অফার।