আর্মির জন্য বিশেষ ফোন আনল Samsung, সহজে ভাঙবে না, প্রতিকূল পরিবেশেও ভরসা দেবে

স্যামসাং (Samsung) সম্প্রতি দুটি নতুন স্মার্টফোন মডেল উন্মোচন করেছে, যা বিশেষভাবে সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এগুলির নাম Samsung Galaxy S23 Tactical Edition এবং…

স্যামসাং (Samsung) সম্প্রতি দুটি নতুন স্মার্টফোন মডেল উন্মোচন করেছে, যা বিশেষভাবে সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এগুলির নাম Samsung Galaxy S23 Tactical Edition এবং Galaxy XCover 6 Pro Tactical Edition। এই দুই হ্যান্ডসেটই মিলিটারি-রেডি এবং প্রতিকূল পরিস্থিতিতে স্থায়িত্বের জন্য নির্মিত। এগুলি সামরিক কর্মীদের সুবিধার জন্য একাধিক স্পেশালাইজড ফিচারের সাথে এসেছে। XCover 6 Pro Tactical Edition-টি MIL-STD-810H রেটিং প্রাপ্ত। আর Galaxy S23 Tactical Edition উন্নত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অফার করে। আসুন এই ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung তাদের Galaxy S23 ফ্ল্যাগশিপ ফোনের দুটি নতুন মিলিটারি গ্রেড সংস্করণ লঞ্চ করেছে

স্যামসাং ২০২০ সালের মে মাসে গ্যালাক্সি এস২০ ট্যাকটিক্যাল এডিশনটি লঞ্চ করেছিল, যেটি দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। এই সাফল্যের অন্যতম কারণ হল ফোনটির হাই-এন্ড স্পেসিফিকেশন এবং শক্তিশালী বিল্ড যা কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে যে, গ্যালাক্সি এস২০ ট্যাকটিক্যাল এডিশনটি সকল পরিষেবা শাখা জুড়ে হাজার হাজার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স (DOD)-এর কর্মীকে সাপোর্ট করছে এবং বিস্তৃত অ্যাসাইনমেন্ট এবং পরিবেশে নিজের উৎকৃষ্টতা প্রমাণ করেছে। তবে জানা গেছে, নতুন গ্যালাক্সি এস২৩ ট্যাকটিক্যাল এডিশন এবং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো ট্যাকটিক্যাল এডিশন সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হবে না।

চলতি বছরের শেষের দিকে এগুলি মার্কিন সরকার এবং তাদের সামরিক কর্মীদের হাতে পৌঁছবে বলে বলে আশা করা হচ্ছে। সুপরিচিত টিপস্টার অ্যান্টনি জানিয়েছেন যে, নতুন স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড টিম অ্যাওয়ারনেস কিট, ব্যাটলফিল্ড অ্যাসিস্টেড ট্রমা ডিস্ট্রিবিউটেড অবজারভেশন কিট, স্যামসাং নক্স এবং নক্স ডুয়াল ডেটা অ্যাট রেস্ট এবং বুকের ওপর পরা যায় এমন মিলিটারি-গ্রেড প্রোটেক্টিভ কেস অফার করবে। আর গ্যালাক্সি এস২৩ ট্যাকটিক্যাল এডিশন এবং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো ট্যাকটিক্যাল এডিশনের স্পেসিফিকেশন সম্পর্কে বললে, দুটি ডিভাইসই নাইট ভিশন মোড, স্টিলথ মোডের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচারের সাথে এসেছে।

জানিয়ে রাখি, XCover 6 Pro Tactical Edition ফোনটিকে MIL-STD-810H এবং ১.৫ মিটার ড্রপ পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ডিভাইসটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য, আইপি৬৮ (IP68) রেটিংয়ের পাশাপাশি একটি অপসারণযোগ্য ব্যাটারিও অফার করে, যা দ্রুত পরিবর্তন করার ক্ষেত্রে সুবিধাজনক। অন্যদিকে, Galaxy S23 Tactical Edition উন্নত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য হাই-রেজোলিউশন ক্যামেরার সাথে এসেছে। মিলিটারি-গ্রেড বিল্ড থাকা সত্ত্বেও, এতে ডায়নামিক ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মতো হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন অফার করে।