ফ্রি-র দিন শেষ! ফোনে এবার এই সব ফিচার্স ব্যবহারের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা

চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে পা রাখা ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলির অন্যতম আকর্ষণ হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-ভিত্তিক অত্যাধুনিক ফিচার্সের সমাহার। এই নতুন এআই ফিচারগুলি…

চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে পা রাখা ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনগুলির অন্যতম আকর্ষণ হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-ভিত্তিক অত্যাধুনিক ফিচার্সের সমাহার। এই নতুন এআই ফিচারগুলি ইউজার এক্সপেরিয়েন্সকে উন্নত করার পাশাপাশি স্মার্টফোনের ব্যবহারকে আরও সুবিধাজনক করে তুলেছে। তবে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কয়েকটিকে ব্যবহার করার জন্য Galaxy S24 লাইনআপের ইউজারদের এবার টাকা গুনতে হবে। সাম্প্রতিক রিপোর্টগুলি দাবি করেছে যে, শীঘ্রই S24 সিরিজের ফোনগুলির কিছু এআই ফাংশনের জন্য আলাদা করে অর্থ প্রদান করতে হবে। চীনে স্যামসাং-অনুমোদিত এক্সপেরিয়েন্স স্টোরগুলিও একই বিষয়ে বিজ্ঞপ্তি পেয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে, ডাব্লিউপিএস (WPS)-এর সাথে যৌথভাবে নির্মিত এআই ফিচার্সের জন্য আগামী ৩০ জুলাইয়ের পর থেকে চার্জ নেওয়া শুরু হবে।

Samsung Galaxy S24 সিরিজের WPS AI ফিচার্স আর ফ্রি নয়

যেসমস্ত ব্যবহারকারীরা ৩০ জুলাইয়ের স্যামসাং গ্যালাক্সি এস২৪ কিনবেন এবং ডাব্লিউপিএস-এ লগইন করবেন তারা বিনামূল্যে ১৮০টি ডাব্লিউপিএস এআই রাইট পেতে পারেন, যা সাত দিনের জন্য বৈধ। তবে ৩০ জুলাইয়ের পরে, ব্যবহারকারীদের এই এআই ফাংশনগুলির ব্যবহার চালিয়ে যেতে সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য হয় বছর প্রতি ১১৮ ইউয়ান (প্রায় ১,৩৬৫ টাকা) খরচ করতে হবে বা প্রতি মাসে ১৫ ইউয়ান (প্রায় ১৭৫ টাকা) দিয়ে সাবস্ক্রাইব করতে হবে।

এআই ফাংশনগুলির জন্য, স্যামসাং এবং ডাব্লিউপিএস-এর মধ্যেকার কোলাবরেশন এই নতুন চার্জিং মডেলের প্রবর্তন করেছে, যা মনিটাইজেশনের পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। জানিয়ে রাখি, ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা Samsung Galaxy S24 সিরিজের গ্যালাক্সি এআই (Galaxy AI) বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এআই (AI)-চালিত ইনপুট, ট্রান্সলেশন, রেকর্ডিং, নোট নেওয়া এবং ক্যামেরা ফাংশনালিটি।

এছাড়া, স্যামসাং তাদের স্যামসাং নোট (Samsung Note)-এ নতুন আপগ্রেড করা নোট অ্যাসিস্ট্যান্ট চালু করেছে, যা ব্যবহারকারীদের প্রোডাক্টিভিটি এবং সুবিধা বাড়ায়। এই বৈশিষ্ট্যটি কন্টেন্ট ট্রান্সলেশন, সংশোধন, সামারাইজেশন এবং ইন্টেলিন্ট টাইপসেটিং এনেবল করে। এর সাথে, রিয়েল-টাইম স্পিচ-টু-টেক্সট ট্রান্সক্রিপশন, মাল্টি-লিঙ্গুয়াল ট্রান্সলেশন এবং স্পিকারের পার্থক্যকারী ক্ষমতাগুলি ডিভাইস-সাইড এআই-তে ইন্টিগ্রেট করা হয়েছে। লাইভ ট্রান্সলেটের মতো মূল গ্যালাক্সি এআই ফিচার্স এখনও সাবস্ক্রিপশন-ভিত্তিক এআই পরিষেবার আওতায় প্রবেশ করেনি। ভবিষ্যতে স্যামসাং সার্ভার-সাইড গ্যালাক্সি এআই ফিচারের জন্য অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিনা, সেটাই এখন দেখার।