Samsung Galaxy ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, কোন অ্যাপ কি ডেটা নিচ্ছে ও কোথায় শেয়ার করছে সব জানা যাবে
সম্প্রতি Galaxy স্মার্টফোন ইউজারদের সুবিধার্থে One UI 5 কাস্টম স্কিনে সিকিউরিটি এবং প্রাইভেসি ড্যাশবোর্ড (Privacy and...সম্প্রতি Galaxy স্মার্টফোন ইউজারদের সুবিধার্থে One UI 5 কাস্টম স্কিনে সিকিউরিটি এবং প্রাইভেসি ড্যাশবোর্ড (Privacy and Security Dashboard) আপডেট করেছে Samsung। এর সুবাদে Galaxy স্মার্টফোনগুলিতে মজুত থাকা অ্যাপ এবং সার্ভিসগুলি কোথায় এবং কীভাবে ইউজারদের ডেটা শেয়ার করছে, তা অতি অনায়াসে জেনে ফেলা যাবে। সংস্থাটি জানিয়েছে যে, নয়া আপডেটের সুবাদে কোন অ্যাপ এবং সার্ভিসে কী কী পারমিশন দেওয়া আছে, তা জানার পাশাপাশি সেগুলিকে প্রয়োজনমতো ম্যানেজ করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, চাইলেই তারা কোনো অ্যাপ কর্তৃক প্রদত্ত পারমিশনগুলিকে মঞ্জুর করতে পারবেন, আবার দরকার পড়লে সেগুলিকে প্রত্যাহার করে নেওয়ারও সুযোগ পাবেন। উল্লেখ্য যে, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে ফোন থেকে ইউজারদের অজান্তে কোনো ডেটা শেয়ার করা হচ্ছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই জরুরী। স্পষ্টতই আলোচ্য আপডেটটি সেই কাজে ব্যবহারকারীদেরকে ব্যাপকভাবে সাহায্য করবে। আসুন, নয়া আপডেটের দরন যে সকল সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন নিয়ন্ত্রণ (Managing ads)
যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, তাদেরকে অনেক সময়ই একগুচ্ছ টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্টের মুখোমুখি হতে হয়। সেই বিরক্তিকর পরিস্থিতির হাত থেকে নিস্তার পেতেই নতুন সিকিউরিটি এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে একটি ফিচার যুক্ত করা হয়েছে। ইউজাররা ধাপে ধাপে dashboard > Privacy tab > Ads menu > Delete AD ID অপশনগুলিকে বেছে নিয়ে বিষয়টিকে নিজেদের ইচ্ছেমতো কন্ট্রোল করতে পারবেন।
মাইক্রোফোন ও ক্যামেরা নিয়ন্ত্রণ (Take control of microphone and camera permissions)
গ্যালাক্সি স্মার্টফোন ইউজাররা এখন নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য মাইক্রোফোন এবং ক্যামেরা পারমিশনগুলিকে এনাবল কিংবা ডিজেবল করতে পারবেন।
লোকেশন অ্যাক্সেস নিয়ন্ত্রণ (Manage location-based services)
কোনো অ্যাপ ইউজারদের লোকেশন অ্যাক্সেস করতে পারছে কি না, সেই নিয়ে ব্যবহারকারীদের মনে বরাবরই একটা চিন্তা থেকে যায়। সকল ইউজারদের সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে নতুন প্রাইভেসি এবং সিকিউরিটি ড্যাশবোর্ডের সৌজন্যে ইউজাররা বিষয়টিকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। নয়া ড্যাশবোর্ড ব্যবহারকারীদেরকে যে-কোনো অ্যাপ্লিকেশনের জন্য ম্যানুয়ালি লোকেশন অ্যাক্সেস কন্ট্রোল করতে সহায়তা করবে। এর ফলে গত ২৪ ঘণ্টায় কোন কোন অ্যাপ ইউজারদের লোকেশন ট্র্যাক করেছে, তা অতি অনায়াসে জেনে ফেলা যাবে৷
অ্যাপ নিয়ন্ত্রণ (Manage app preferences)
বিশেষ কোনো প্রয়োজনে অনেক ক্ষেত্রেই সাময়িকভাবে ইউজারদেরকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হয়, তবে পরবর্তীকালে সেটি সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তবে ফোনে কিন্তু অ্যাপটি ইন্সটল হয়েই থেকে যায়। অনেক সময় এই ধরনের অ্যাপগুলি কয়েক মাস পর থেকে ইউজারদের অজান্তেই তাদের পার্সোনাল ডেটা এবং অ্যাক্টিভিটি ট্র্যাক করতে শুরু করে। তবে এই সমস্যা থেকে ব্যবহারকারীদের রেহাই দেবে নয়া আপডেট। এখন গ্যালাক্সি স্মার্টফোন ইউজাররা বহুদিনের অব্যবহৃত কোনো অ্যাপ কর্তৃক প্রদত্ত পারমিশনগুলিকে সম্পূর্ণভাবে রিমুভ করতে সক্ষম হবেন। ফলে সেগুলি আর কোনোভাবেই অযথা ব্যবহারকারীদের পার্সোনাল ডেটা অ্যাক্সেস করতে পারবে না।