বিক্রি কমলেও গ্লোবাল স্মার্টফোন মার্কেট দখলে রাখলো Samsung, Apple ও Xiaomi কোথায় দেখে নিন

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে এসে স্মার্টফোনের চাহিদা কমলো। আইডিসির রিপোর্ট অনুযায়ী, গতবছরের তুলনায় ২০২৩ সালের তৃতীয় কোয়ার্টারে গ্লোবাল মার্কেটে স্মার্টফোনের শিপমেন্টে ০.১ শতাংশ কমেছে। এর…

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে এসে স্মার্টফোনের চাহিদা কমলো। আইডিসির রিপোর্ট অনুযায়ী, গতবছরের তুলনায় ২০২৩ সালের তৃতীয় কোয়ার্টারে গ্লোবাল মার্কেটে স্মার্টফোনের শিপমেন্টে ০.১ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে চাহিদার কমতি, মুদ্রাস্ফীতি ও কয়েকটি দেশের মধ্যে অশান্তিকে দায়ী করা হচ্ছে। এই সময়ে ৩০২.৮ মিলিয়ন ইউনিট ফোন শিপমেন্ট হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

তবে কিছু কিছু মার্কেটে এই সময়ে শিপমেন্ট বেড়েছেও। এই মার্কেটগুলি হল – মিডল ইস্ট ও আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া (জাপান ও চীন বাদে)। আর প্রিমিয়াম স্মার্টফোনের মার্কেটও কিছুটা বেড়েছে বলে জানা গেছে।

গ্লোবাল স্মার্টফোন মার্কের্টের কথা বললে, Samsung ১৯.৭ শতাংশ বাজার দখল করে সবার শীর্ষে আছে। এরপর অবস্থান করছে Apple, যাদের অধীনে ১৭.৭ শতাংশ বাজার দখল আছে। এই দুই সংস্থার পরপর আছে Xiaomi, Oppo ও Transsion Holdings।

আইডিসির রিপোর্ট আরও বলা হয়েছে যে, চীনেও চলতি বছরে গত বছরের তুলনায় ৬.৩ শতাংশ বিক্রি কমেছে। এছাড়া জাপান ও আমেরিকায় যথাক্রমে কমেছে ৫.৩ ও ১.১ শতাংশ শিপমেন্ট। তবে মিডল ইস্ট‌ সহ উপরে উল্লেখিত তিনটি অঞ্চলে যথাক্রমে ১৮.১ শতাংশ, ৮.২ শতাংশ ও ১.৩ শতাংশ শিপমেন্ট বেড়েছে।