OnePlus Nord CE 3 5G থেকে Nothing Phone (2a), 25 হাজার টাকার কমে সেরা 5টি ফোন দেখে নিন

আপনি যদি নিজের জন্য 25,000 টাকার কমে একটি নতুন ঝাঁচকচকে স্মার্টফোন কিনতে চান তবে এদেশের বাজারে একাধিক বিকল্প আছে। এক্ষেত্রে iQOO, Realme, Samsung, Redmi, Nothing…

আপনি যদি নিজের জন্য 25,000 টাকার কমে একটি নতুন ঝাঁচকচকে স্মার্টফোন কিনতে চান তবে এদেশের বাজারে একাধিক বিকল্প আছে। এক্ষেত্রে iQOO, Realme, Samsung, Redmi, Nothing -এর মতো ব্র্যান্ডগুলি উল্লেখিত পরিমাণ বিক্রয় মূল্যের সাথে এমন একাধিক হ্যান্ডসেট বাজারে এনেছে, যেগুলি দুর্দান্ত ফিচার অফার করে। আজকের এই প্রতিবেদনে এমন 5টি সেরা মডেল সম্পর্কে আমরা আলোচনা করবো। তালিকাভুক্ত প্রত্যেকটি ফোন – শক্তিশালী প্রসেসর, অ্যাডভান্স ক্যামেরা ইউনিট, উন্নত ডিসপ্লে প্যানেল এবং দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে এসেছে।

25,000 টাকার কমে লঞ্চ হওয়া 5টি সেরা স্মার্টফোনের তালিকা

Nothing Phone (2a) : 24,499 টাকা

বক্সি ফর্ম ফ্যাক্টর ও কমপ্যাক্ট ডিজাইনের সাথে আসা নাথিং ফোন (2এ) মডেলে সরু বেজেল পরিবেষ্টিত 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের (কেন্দ্রীভূত), যার কাটআউটের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – OIS সমর্থিত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। তদুপরি এই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর সহ এসেছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নাথিং ওএস 2.5 কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেটে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি তিনটি গ্লাইফ এলইডি স্ট্রিপ দ্বারা বেষ্টিত এবং IP54 রেটিং প্রাপ্ত।

OnePlus Nord CE 3 5G : 24,999 টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই 3 5জি স্মার্টফোনে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি প্রসেসর এবং অ্যাড্রেনো 642এল জিপিইউ দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অক্সিজেন ওএস 13.1 কাস্টম স্কিনে রান করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ডিভাইসের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, OIS PDAF প্রযুক্তি ও এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ওয়ানপ্লাসের এই ফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Samsung Galaxy F54 5G : 23,950 টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ54 5জি স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে দেখা যাবে। ভালো পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি অক্টা কোর এক্সিনস 1380 প্রসেসর ও মালি-জি68 এমপি5 জিপিইউ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ওয়ান ইউআই 5.1 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। তদুপরি এই ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল – OIS প্রযুক্তি সমর্থিত 108 মেগাপিক্সেল ‘নো-শেক’ প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/2.2 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি এফ-সিরিজের এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 6,000 এমএএইচ ব্যাটারি থাকছে।

iQOO Z7 Pro 5G : 23,999 টাকা

আইকো জেড7 প্রো 5জি স্মার্টফোনের সামনে 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস (2400×1080 পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে আছে, যা 20:9 এসপেক্ট রেশিও, 1300 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং এইচডিআর10+ প্রযুক্তি সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 5জি অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি610 এমসি4 জিপিইউ উপস্থিত। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – OIS সমর্থিত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে ডিভাইসে সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড7 প্রো 5জি ফোনে 4,600 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

Redmi Note 13 Pro : 24,999 টাকা

রেডমি নোট 13 প্রো 5জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত 6.67-ইঞ্চির 1.5কে (2712×1220 পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর এবং অ্যাড্রেন 740 জিপিইউ -এর সাথে লঞ্চ হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিন পাওয়া যাবে। এই স্মার্টফোনে LED ফ্ল্যাশ সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/1.65 অ্যাপারচার ও 7পি লেন্স সহ 200 মেগাপিক্সেল Samsung HP3 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। রেডমি নোট 13 প্রো 5জি ফোনে 5,100 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।