অপেক্ষার অবসান, নতুন Sony Xperia 1 Vi লঞ্চ হবে এই তারিখে, ক্যামেরা পাগল করবে

সনি (Sony) আগামী 17 মে তাদের পরবর্তী প্রজন্মের Xperia প্রোডাক্ট লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে...
Ananya Sarkar 22 April 2024 11:47 AM IST

সনি (Sony) আগামী 17 মে তাদের পরবর্তী প্রজন্মের Xperia প্রোডাক্ট লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে নতুন Sony Xperia 1 VI ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিকে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই অনলাইনে এর কিছু বিশেষ ফিচার্স প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে Xperia 1 VI সম্পর্কে, আসুন দেখে নেওয়া যাক।

Sony Xperia 1 VI-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি রিপোর্টে বলা হয়েছে যে, সনি এক্সপেরিয়া 1 ভিআই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির পরিমাপ 161.9 x 74.5 x 8.4 মিলিমিটার হবে। অ্যাসপেক্ট রেশিও পরিবর্তনের কারণে পূর্বসূরি এক্সপেরিয়া 1 ভি-এর তুলনায় প্রস্থ সামান্য বৃদ্ধি পাবে। ডিভাইসটি আগের প্রজন্মের মডেলগুলিতে দেখতে পাওয়া 21:9 রেশিওকে বর্জন করে আরও প্রচলিত 19.5:9 রেশিও গ্রহণ করবে বলে জানা গেছে। এটি 2K+ বা কোয়াড এইচডি+ স্ক্রিনের সাথে আসতে পারে, যা প্রায় 3,200 x 1,440 পিক্সেলের রেজোলিউশন অফার করবে। সুতরাং, এটি আগের মডেলগুলির 4K ডিসপ্লের থেকে একটি ডাউনগ্রেড হবে।

তবে, সনি এক্সপেরিয়া 1 ভিআই-এর ক্যামেরা বিভাগ সর্ম্পকে পরস্পরবিরোধী তথ্য উপলব্ধ রয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যা তিনটি 48 মেগাপিক্সেলের এক্সমোর টি (Exmor T) সেন্সরের সমন্বয়ে গঠিত হবে। এর অর্থ প্রাইমারির সাথে সাথে আল্ট্রাওয়াইড এবং টেলিফোটো ক্যামেরা - সবকটিতেই সনির অত্যাধুনিক ক্যামেরা সেন্সর থাকবে।

অন্যদিকে, একটি সাম্প্রতিক রিপোর্ট এই দাবিগুলিকে খারিজ করে দিয়ে জানিয়েছে যে, Sony Xperia 1 VI-এ এফ/1.9 অ্যাপারচার, 24 মিলিমিটার ফোকাল লেন্থ সহ 48 মেগাপিক্সেলের 1/1.35 ইঞ্চির প্রধান ক্যামেরা উপস্থিত থাকবে। আর এর সাথে যুক্ত হবে এফ/2.2 অ্যাপারচার, 16 মিমি ফোকাল লেন্থ সহ একটি 12 মেগাপিক্সেলের 1/2.5 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং এফ/2.3, 85মিমি, এফ/2.8, 125মিমি সহ একটি 12 মেগাপিক্সেলের 1/3.5 টেলিফটো ক্যামেরা। অর্থাৎ, শুধুমাত্র প্রাইমারি ক্যামেরায় এক্সমোর টি সেন্সর থাকবে। উল্লেখযোগ্যভাবে, এটি বর্তমান Xperia 1 V-এর মতো একই ক্যামেরা সেটআপ। তাই এই বিষয়ে কোম্পানির কি ব্যাখ্যা, তা জানতে সম্ভবত 17 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিশেষে জানিয়ে রাখি, Sony Xperia 1 VI-কে 17 মে লঞ্চ করা হলেও, ফোনটি স্টোরগুলিতে পৌঁছতে কয়েক সপ্তাহ সময় নেবে।

Show Full Article
Next Story