8000 টাকার মধ্যে স্মার্টফোন চাই? Tecno Spark Go 1 এর সেল কাল
কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Tecno Spark Go 1 বাজেট স্মার্টফোন। আর আগামীকাল এটি প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।...কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Tecno Spark Go 1 বাজেট স্মার্টফোন। আর আগামীকাল এটি প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে দুপুর 12টায় এই সেল শুরু হবে। আর সেল অফার হিসেবে Tecno Spark Go 1 আরও কিছুটা সস্তায় কেনা যাবে। যারা 8000 টাকার কম দামে ভালো মোবাইল ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি ভাল বিকল্প। এতে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও 8 জিবি র্যাম। আর ডিভাইসটি 4 বছর ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে Tecno।
Tecno Spark Go 1 এর প্রথম সেলে কি অফার আছে
টেকনো স্পার্ক গো 1 এর দাম শুরু হয়েছে 7,299 টাকা থেকে। এটি লাইম গ্রিন, গ্লিটারি হোয়াইট এবং স্টার্ট্রেল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়া এটি ইএমআই-তেও কেনা যাবে।
আরও পড়ুন: দাম নিয়ে চিন্তা শেষ, Realme Pad 2 Lite সস্তায় 8 মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে
8 হাজার টাকার কমে Tecno Spark Go 1 কেমন ফোন হবে, দেখুন ফিচার
টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন, যা এইচডি প্লাস (720x1,600 পিক্সেল) রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন হোল পাঞ্চ, এর মধ্যে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্পার্ক গো 1 ফোনে রয়েছে 4 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে চলে।
আরও পড়ুন: রাত পোহালেই লঞ্চ, Royal Enfield Classic 350-কে চ্যালেঞ্জ জানাবে এই বাইক
পারফরম্যান্সের জন্য Tecno Spark Go 1 ডিভাইসে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি615 চিপসেট। আর ফটোগ্রাফির জন্য ডুয়েল ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা উপস্থিত, যার প্রাইমারি সেন্সরের রেজোলিউশন 13-মেগাপিক্সেল।
আবার Tecno Spark Go 1 ফোনে ডিটিএস সাউন্ড সহ ডুয়াল স্পিকার উপস্থিত। এটি আইপি 54-রেটেড বিল্ড সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।