22,000 টাকার বেশি ছাড়! দারুণ সস্তায় মিলছে দামী Google Pixel ফোনগুলি, কোথা থেকে কত দামে কিনবেন?

ভালো ছবি তোলার জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনে শক্তিশালী পারফরম্যান্স পেতে এখন অনেকেরই পছন্দ Google Pixel ফোনগুলি। সেক্ষেত্রে আপনিও যদি এই দলেরই শরিক হন এবং দীর্ঘদিন…

ভালো ছবি তোলার জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনে শক্তিশালী পারফরম্যান্স পেতে এখন অনেকেরই পছন্দ Google Pixel ফোনগুলি। সেক্ষেত্রে আপনিও যদি এই দলেরই শরিক হন এবং দীর্ঘদিন ধরে সস্তায় Google-এর নিজস্ব স্মার্টফোনগুলি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটিই আপনার ইচ্ছেপূরণের জন্য সঠিক সময় হতে পারে। আসলে Google Pixel 8a ফোনটি লঞ্চ হওয়ার আগে এখন বিদ্যমান মডেলগুলি (Pixel 7a থেকে শুরু করে Pixel 8 Pro-এর মতো হাই-এন্ড ফোনও) Flipkart Big Saving Days সেলে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে – আপনি এগুলি ২২,২৫০ টাকা পর্যন্ত ছাড়ে হাতে পেয়ে যাবেন। তবে কোন মডেলটি ঠিক কত দাম দিয়ে কেনা যাবে, এখন বলব সেকথাই…

এই সমস্ত Google Pixel ফোনে হাজার হাজার টাকা ছাড় দিচ্ছে Flipkart

১. Google Pixel 7a: লঞ্চের সময় গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনের ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা, কিন্তু ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলের দরুন এটি ৩,০০০ টাকা সস্তায় অর্থাৎ ৩৬,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশন করলে অতিরিক্ত ১,৭৫০ টাকা ছাড়ও পাবেন।

২. Google Pixel 7: গুগল পিক্সেল ৭ হ্যান্ডসেটের ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ৫৯,৯৯৯ টাকা হলেও, এখন এটি ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে ১৬,০০০ টাকার ফ্ল্যাট ছাড়ে অর্থাৎ ৪৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পেমেন্টের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরও ১,৭৫০ টাকা ছাড় মিলবে।

৩. Google Pixel 7 Pro: গুগল পিক্সেল ৭ প্রো-এর ১২ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৮৪,৯৯৯ টাকা ছিল। তবে এখন ফ্লিপকার্টে ফোনটি মাত্র ৬৪,৯৯৯ টাকায় অর্থাৎ ২০,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। সাথে আছে এসবিআই ক্রেডিট কার্ডে অতিরিক্ত ২,২৫০ টাকা ছাড়ের সুবিধা। অর্থাৎ, অফারে এটিতে সর্বোচ্চ ২২,২৫০ টাকা সাশ্রয় করা যাবে।

৪. Google Pixel 8: লঞ্চের সময় গুগল পিক্সেল ৮-এর ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৭৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৮২,৯৯৯ টাকা। তবে চলতি ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে ফোনটিতে ১৩,০০০ টাকার ছাড় মিলছে, যার ফলে এর বেস ভ্যারিয়েন্ট ৬২,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৬৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করে গুগল পিক্সেল ৮ কিনলে অতিরিক্ত ৬,২৫০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ এতে মোট ১৯,২৫০ টাকা সাশ্রয় হতে পারে।

৫. Google Pixel 8 Pro: গুগল পিক্সেল ৮ প্রো ফোনটি ১২ জিবি+১২৮ জিবি এবং ১২ জিবি+২৫৬ জিবি – দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ, যাদের লঞ্চ প্রাইস যথাক্রমে ১,০৬,৯৯৯ টাকা এবং ১,১৩,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজের দরুন এগুলি ৮,০০০ টাকা ছাড়ে যথাক্রমে ৯৮,৯৯৯ টাকায় এবং ১,০৫,৯৯৯ টাকায় মিলছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার হিসেবে আরও ৬,২৫০ টাকার ডিসকাউন্ট অর্থাৎ সর্বমোট ১৪,২৫০ টাকার ছাড় কাজে লাগানো যাবে।