Vivo S18 এখন থেকে পাওয়া যাবে চমৎকার কালারে, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

গত বছর ১৪ই ডিসেম্বর ঘোষণা করা হয় Vivo S18 স্মার্টফোনের। তখন ডিভাইসটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে এসেছিল, যথা – হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক। কিন্তু…

গত বছর ১৪ই ডিসেম্বর ঘোষণা করা হয় Vivo S18 স্মার্টফোনের। তখন ডিভাইসটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে এসেছিল, যথা – হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক। কিন্তু আজ (২৬শে ফেব্রুয়ারি) এই একই মডেলের আরেকটি নয়া কালার বিকল্প লঞ্চ করা হল, যার নাম রাখা হয়েছে ‘ডায়মন্ড পার্পল’ (Diamond Purple)। এটি আগামী ১লা মার্চ থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে ইতিমধ্যেই Vivo S18 স্মার্টফোনের ডায়মন্ড পার্পল কালার অপশনের জন্য প্রি-অর্ডারের লাইভ হয়েছে। নিচে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করা হল…

প্রসঙ্গত Vivo S18 স্মার্টফোনের আগের তিনটি কালার ভ্যারিয়েন্ট গ্লাস ব্যাক প্যানেল অফার করে। কিন্তু নতুন ডায়মন্ড পার্পল কালার বিকল্পটি এসেছে ত্রিমাত্রিক ডায়মন্ড প্যাটার্ন যুক্ত লেদার ফিনিশিং সহ। এই একই ডিজাইন গত বছর আগত Vivo X Flip ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোনেও দেখা গিয়েছিল।

Vivo S18 স্মার্টফোনের ডায়মন্ড পার্পল কালার ভ্যারিয়েন্টের দাম

ভিভো এস১৮ স্মার্টফোনের ডায়মন্ড পার্পেল কালার অপশন মোট চারটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে। এগুলি বিক্রয় মূল্য আগের মডেলের অনুরূপ থাকছে। যদিও লঞ্চ অফারের অংশ হিসাবে, বেস সংস্করণের সাথে সীমিত সময়ের জন্য ছাড় দেওয়া হচ্ছে।

ভিভো এস১৮ মডেলের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা)। তবে এটিকে চীনে সীমিত সময়ের জন্য ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯০০টাকা) মূল্যে বিক্রি করা হবে। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির দাম থাকছে যথাক্রমে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭০০ টাকা) ও ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। এছাড়া টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ পাওয়া যাবে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,২০০ টাকা) মূল্যে।

Vivo S18 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

Vivo S18 স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল ওয়াইড প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Vivo S18 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে। আবার এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ কাস্টম স্কিন দ্বারা চালিত। তদুপরি সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস রিকগনিশন ফিচার উপলব্ধ। Vivo S18 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷