নতুন 5G স্মার্টফোন আনছে Vivo, শক্তিশালী ব্যাটারি সহ থাকবে 44W ফাস্ট চার্জিং ফিচার
ভিভো গত বছর ডিসেম্বরে বিশ্ববাজারে তাদের V30 সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে, Vivo V30 Lite লঞ্চ করে। ব্র্যান্ডটি...ভিভো গত বছর ডিসেম্বরে বিশ্ববাজারে তাদের V30 সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে, Vivo V30 Lite লঞ্চ করে। ব্র্যান্ডটি সম্প্রতি নানা দেশে স্ট্যান্ডার্ড Vivo V30 এবং V30 Pro-ও উন্মোচন করেছে। শোনা যাচ্ছে, ভিভো শীঘ্রই V30 সিরিজের অধীনে আরও কয়েকটি নতুন ফোন বাজারে আনার প্ল্যান করছে। গতকাল, Vivo V30e-কে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটের সাথে দেখা গেছে। আর এখন একটি নতুন রিপোর্ট অনুযায়ী, Vivo V30 SE 5G নামের এক ফোন এফসিসি (FCC) ও ইউএল ডেমকো (UL Demko)-এর অনুমোদন লাভ করেছে।
প্রকাশিত হল Vivo V30 SE ব্যাটারির আকার ও চার্জিং স্পিড
V2349 মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ আর গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকা এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর ডেটাবেসে এই ডিভাইসটিকে ভিভো ভি৩০ এসই ৫জি নামের সাথে ইতিমধ্যেই দেখা গেছে।
এফসিসি সার্টিফিকেশন অনুসারে, ভিভো ভি৩০ এসই ৫জি-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল-ব্যান্ড, ওয়াই-ফাই, ৫জি সংযোগ এবং ব্লুটুথ (৫.০)৷ এছাড়াও লিস্টিং থেকে জানা গেছে যে, ফোনটিতে BA48 মডেল নম্বর যুক্ত ব্যাটারি থাকবে এবং এটি V440L0A0-EU এবং V440L0A0-US মডেল নম্বরের পাওয়ার অ্যাডাপ্টার সাপোর্ট করবে৷
এদিকে, ইউএল ডেমকো সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে এটিতে ৪,৯০০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি রয়েছে, যা নির্দেশ করে যে এটির টিপিক্যাল ভ্যালু ৫,০০০ এমএএইচ হতে পারে৷ এছাড়াও, ইউএল ডেমকো সার্টিফিকেশনের মাধ্যমে জানা গেছে যে, উল্লেখিত চার্জারটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ভিভো ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে।
উল্লেখ্য, শোনা যাচ্ছে যে ভিভো আগামী ২৬ মার্চ চীনে একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ইভেন্টে Vivo Pad 3 ট্যাবলেট সহ Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro ফোল্ডেবল ফোনের মতো একাধিক ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হতে পারে। তবে এগুলির মধ্যে কোনোটি বিশ্ববাজারে আসব কিনা, তা এখনও স্পষ্ট নয়।