Vivo T3 5G ঠাসা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 80W চার্জিং ও 5500mAh ব্যাটারি রাখবে চিন্তামুক্ত

বিগত কয়েক সপ্তাহ ধরে টিজ হওয়ার পর Vivo T3 Pro 5G আজ লঞ্চ হল ভারতে। ভিভোর এই নতুন স্মার্টফোনে 120hz AMOLED ডিসপ্লে,...
SUMAN 27 Aug 2024 1:48 PM IST

বিগত কয়েক সপ্তাহ ধরে টিজ হওয়ার পর Vivo T3 Pro 5G আজ লঞ্চ হল ভারতে। ভিভোর এই নতুন স্মার্টফোনে 120hz AMOLED ডিসপ্লে, 5,500mAh ব্যাটারি, লিকুইড কুলিং সিস্টেম, 4D গেম ভাইব্রেশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়েট টাচ প্রযুক্তি, 80W ফাস্ট চার্জিং সহ নানা চমৎকার ফিচার্স রয়েছে। ভিগান লেদারের ব্যাক প্যানেল ডিভাইসটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। চলুন Vivo T3 Pro 5G-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

Vivo T3 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভোর এই নয়া ফোন 6.77 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন, 4,500 নিটস পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে 8 জিবি র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। এটি ও Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ Android 14 নির্ভর Funtouch OS 14 কাস্টম স্কিনে রান করে। IP64 রেটিং ফোনটিকে জল ও ধুলো থেকে রক্ষা করবে। তিন বছর সফটওয়্যার আপডেট ও দু'টি মেজর Android আপগ্রেডের গ্যারান্টি দিয়েছে ভিভো।

আরও পড়ুন: Vivo T3 Pro 5G Launch Date in India

ফটোগ্রাফির জন্য, ভিভো টি3 প্রো 5G-র পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। দুর্দান্ত সাউন্ডের জন্য মিলবে ডুয়াল স্টিরিও স্পিকার। ক্যামেরা মডিউলের ভিতরে একটি লাইট রিং রয়েছে, যা কল ও মেসেজের জন্য নোটিফায়ার হিসাবে কাজ করবে।

Vivo T3 Pro 5G দাম

Vivo T3 Pro 5G-এর বেস 8 জিবি + 128 জিবি স্টোরেজের দাম 24,999 টাকা। আর 256 জিবি স্টোরেজ কিনতে চাইলে খরচ হবে 26,999 টাকা। সেপ্টেম্বরের 3 তারিখে দুপুর 12টা থেকে সেল শুরু হবে। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে ভিভো।

Show Full Article
Next Story