বাবা কে সারপ্রাইজ দিতে চান? আপনার জন্য হাজির Vivo Y200 GT এর বিশেষ এডিশন

গত ২০ই মে চীনের মার্কেটে লঞ্চ হয়েছিল Vivo Y200 GT স্মার্টফোন। তবে আসন্ন 'ফাদার্স ডে' (১৬ই জুন) উপলক্ষে Vivo তাদের এই...
SUPARNA 10 Jun 2024 10:01 PM IST

গত ২০ই মে চীনের মার্কেটে লঞ্চ হয়েছিল Vivo Y200 GT স্মার্টফোন। তবে আসন্ন 'ফাদার্স ডে' (১৬ই জুন) উপলক্ষে Vivo তাদের এই সদ্য লঞ্চ হওয়া হ্যান্ডসেটটি এখন একটি বিশেষ গিফ্ট বক্সের সাথে অফার করছে। জানা গেছে, গিফ্ট বক্সের ভিতর মোবাইলের ফোনের পাশাপাশি স্মার্ট থার্মস কাপ অন্তর্ভুক্ত থাকবে। ফিচারের নিরিখে, এর যাবতীয় বৈশিষ্ট্য মূল মডেলের অনুরূপ হবে। তবে যেহেতু পিতৃ দিবস উদযাপনের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, সেহেতু দাম কিছুটা কম রাখা হয়েছে। নীচে বিস্তারে এই বিষয়ে আলোচনা করা হল…

Vivo Y200 GT ফোনের স্পেসিফিকেশন

ফ্লোরাইট এজি এফেক্ট যুক্ত ব্যাক প্যানেলের সাথে আসা ভিভো ওয়াই২০০ জিটি ফোনে আছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে TSMC -এর ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ প্রি-লোডেড থাকছে।

Vivo Y200 GT ফোনটির পিছনে বর্গাকৃতির ক্যামেরা মডিউল বর্তমান। যার মধ্যে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

নয়া Vivo Y200 GT ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি মাত্র ২৬ মিনিটের চার্জে ৫০% পর্যন্ত চার্জ হতে সক্ষম। তদুপরি কানেক্টিভিটির জন্য সামিল থাকছে - ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, একটি ইউএসবি-সি পোর্ট এবং আইআর ব্লাস্টার। আবার সিকিউরিটি ফিচার হিসাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। IP64 রেটিং প্রাপ্ত এই ফোনের পরিমাপ ১৬৩.৭২x৭৫.৮৮x৭.৯৮ মিমি এবং ওজন ১৯৩ গ্রাম।

Vivo Y200 GT Father’s Day gift box এর দাম

ভিভো ওয়াই২০০ জিটি স্মার্টফোন মোট চারটি স্টোরেজ অপশনে এসেছে। যার মধ্যে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস বিকল্পের দাম রাখা হয়েছে ১,৪৪৯ ইউয়ান (প্রায় ১৭,০০০ টাকা)। এছাড়া ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনগুলির দাম থাকছে যথাক্রমে ১,৫৪৯ ইউয়ান (প্রায় ১৮,১০০ টাকা), ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা) ও ২,০৪৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)। এটি – স্টর্ম এবং থান্ডার কালার ভ্যারিয়েন্টে এসেছে।

Show Full Article
Next Story