Vivo Y27 5G: নজরকাড়া ডিজাইন ও ফিচার দিয়ে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল Vivo
ভিভো (Vivo) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের V29 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর তারমধ্যেই এবার...ভিভো (Vivo) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের V29 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর তারমধ্যেই এবার ব্র্যান্ডটি চুপিসারে তাদের একটি নতুন Y-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। যার নাম হল Vivo Y27 5G। নবাগত এই ফোন এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে এই ভিভো ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Vivo Y27 5G: স্পেসিফিকেশন এবং মূল্য
ভিভো ওয়াই২৭ ৫জি-তে ওয়াটারড্রপ নচ সহ ৬.৪৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য, এই ফোনের পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ওয়াই২৭ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি/৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এতে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্টও মিলবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই২৭ ৫জি-এর রিয়ার প্যানেলে বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি বোকেহ লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y27 5G-তে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৬ মিলিমিটার জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি। Vivo Y27 5G মিস্টিক ব্ল্যাক এবং সাটিন পার্পল কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। তবে স্মার্টফোনের মূল্য এবং লভ্যতা সম্পর্কে ভিভোর তরফে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে জানা যাবে।