Vivo Y300 5G মধ্যবিত্তের বাজারে 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, অ্যামোলেড ডিসপ্লে সহ রয়েছে 50MP ক্যামেরা

Vivo Y300 5G এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 1399 ইউয়ান (প্রায় 16,290 টাকা)। আবার এর 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 1599 ইউয়ান (প্রায় 18,620 টাকা)। আর 12GB + 256GB ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 1799 ইউয়ান (প্রায় 20,950 টাকা)।

Julai Mondal 18 Dec 2024 12:25 AM IST

Vivo Y300 5G এবার চীনে লঞ্চ হল। এর আগে ভারতে ডিভাইসটি এসেছিল। তবে চীনে আত্মপ্রকাশ করা ফোনটির প্রসেসর সহ স্পেসিফিকেশন আলাদা। নয়া ভিভো Y300 5G স্মার্টফোনে 120Hz ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, ডায়মন্ড শিল্ড গ্লাস ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সাথে রয়েছে থ্রিডি প্যানোরামিক অডিও। এছাড়া এই ডিভাইসে 44W ফাস্ট চার্জিং সহ 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন ভিভো Y300 5G এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

ভিভো Y300 5G এর দাম ও সেল

ভিভো Y300 5G এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 1399 ইউয়ান (প্রায় 16,290 টাকা)। আবার এর 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 1599 ইউয়ান (প্রায় 18,620 টাকা)। আর 12GB + 256GB ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 1799 ইউয়ান (প্রায় 20,950 টাকা)। এছাড়া ঊর 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 1999 ইউয়ান (প্রায় 23,285 টাকা)। ডিভাইসটি গ্রিন পাইন, স্নো হোয়াইট এবং স্টার ডায়মন্ড ব্ল্যাক কালারে এসেছে। ফোনটির ইতিমধ্যেই চীনে বিক্রি শুরু হয়েছে।

Vivo Y300 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভোর ওয়াই সিরিজের লেটেস্ট এই স্মার্টফোনে আছে 6.77-ইঞ্চি 120Hz ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, যা 1800 নিটস পিক ব্রাইটনেস এবং 3840Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে থ্রিডি প্যানোরামিক অডিও রয়েছে।

ক্যামেরার কথা বললে, ভিভো Y300 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আর সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এটি IP64 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। ডিভাইসটি এসজিএস ফাইভ স্টার ড্রপ অ্যান্ড ফল সার্টিফিকেশন প্রাপ্ত। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Show Full Article
Next Story