5000mah ব্যাটারি ও 50MP ক্যামেরা দিয়ে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Vivo

ভিভো (Vivo) তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন মডেলে কাজ করছে বলে জানা গেছে। যেগুরি Vivo Y35+ এবং Y35m+ নামে আত্মপ্রকাশ করবে। আর এখন…

ভিভো (Vivo) তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন মডেলে কাজ করছে বলে জানা গেছে। যেগুরি Vivo Y35+ এবং Y35m+ নামে আত্মপ্রকাশ করবে। আর এখন মডেল দুটি গুগল প্লে (Google Play) সমর্থিত ডিভাইস তালিকায় উপস্থিত হওয়ার পাশাপাশি ৩সি (3C) এবং টেনা (TENAA)-এর মতো গুরুত্বপূর্ণ চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে অনুমোদন লাভ করেছে, যা শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এই সার্টিফিকেশন তালিকাগুলি Vivo Y35+ এবং Y35m+ এর সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, আসুন দেখে নেওয়া যাক।

Vivo Y35+ এবং Y35m+ কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

ভিভো ওয়াই৩৫ প্লাস এবং ওয়াই৩৫এম প্লাস মডেল দুটি গুগল প্লে সমর্থিত ডিভাইস তালিকার পাশাপাশি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটে V2279A মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ, দুটি ডিভাইস ভিন্ন মনিকারের সাথে একই মডেল নম্বর বহন করে। ৩সি তালিকা এই ডিভাইসের ব্যাটারি এবং চার্জিং গতি প্রকাশ করেছে। জানা যাচ্ছে, এটি বড় ৫,০০০ এমএএইচ (৪,৯০০ এমএএইচ রেটেড ভ্যালু) ব্যাটারির সাথে আসবে এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যেখানে সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করবে। সার্টিফিকেশনের ওপর ভিত্তি করে, আসন্ন স্মার্টফোনগুলির পুরুত্ব ৮.০৭ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম হবে। টেনা (TENAA) তালিকায় আরও প্রকাশ করা হয়েছে যে V2279A একটি ৫জি সক্ষম হ্যান্ডসেট হবে, যেটিতে ২.২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির একটি অক্টা কোর প্রসেসর ব্যবহৃত হবে।

ভিভো চলতি বছরের শুরুতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট সহ ভিভো ওয়াই৩৫এম ফোনটি লঞ্চ করেছে, তাই এতেও আরেকটি মিডিয়াটেক চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও এটি এখনও স্পষ্ট নয়, কেন সামান্য ভিন্ন নামের দুটি ডিভাইস একই মডেল নম্বর বহন করে। তবে, অনুমান করা হচ্ছে একই ফোন সম্ভবত আলাদা নামে বিভিন্ন বাজারে রিব্র্যান্ড করা হবে।