Vivo Y35m+ লঞ্চের খুব কাছে পৌঁঁছে গেল, দোকানে আসার আগে স্পেসিফিকেশন দেখুন

ভিভো (Vivo) তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই আসন্ন ডিভাইসটির নাম Vivo Y35m+। এটি…

ভিভো (Vivo) তাদের জনপ্রিয় Y-সিরিজের অধীনে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই আসন্ন ডিভাইসটির নাম Vivo Y35m+। এটি গত জানুয়ারি মাসে লঞ্চ হওয়া বাজেট রেঞ্জের Vivo Y35m-এর একটি উচ্চতর ভ্যারিয়েন্ট হতে চলেছে। কোম্পানি তরফে ডিভাইসটির লঞ্চ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো না হলেও, বর্তমানে Y35m+ কে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MIIT)-এর সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে, যা সেদেশে ফোনটির শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন এই সার্টিফিকেশন থেকে আপকামিং ভিভো হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Vivo Y35m+ MediaTek Dimensity 700 চিপসেটের সাথে শীঘ্রই আসছে বাজারে

V2279A মডেল নম্বর সহ ভিভো ওয়াই ৩৫এম প্লাস মডেলটি চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MIIT)-এর সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, আসন্ন ভিভো ফোনটি ২জি, ৩জি, ৪জি, এমনকি ৫জি নেটওয়ার্কও সাপোর্ট করবে। এছাড়াও ডেটাবেস অনুযায়ী, ভিভো ওয়াই ৩৫এম প্লাস ডুয়েল সিম স্ট্যান্ডবাই অফার করবে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।

উল্লেখযোগ্যভাবে, ভিভো ওয়াই ৩৫এম প্লাস ইতিমধ্যেই চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA)-এর মতো গুরুত্বপূর্ণ চীনা সার্টিফিকেশনে সাইটেও উপস্থিত হয়েছে। এমনকি চলতি মাসের শুরুতে এর দামও অনলাইনে ফাঁস হয়েছে। উল্লেখিত সার্টিফিকেশনগুলি ফোনটির কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। যেমন জানা যাচ্ছে, ওয়াই ৩৫এম প্লাস মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

এছাড়া, Vivo Y35m+ এ ওয়াটারড্রপ নচ সহ ৬.৬৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, এর রিয়ার প্যানেলে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Y35m+ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করবে। এই মুহুর্তে, Vivo Y35m+ সম্পর্কে এতটুকুই জানা গেছে, তবে শীঘ্রই আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।