Vivo Y52t: অতি সস্তায় 5G ফোন আনল ভিভো, ডুয়েল ক্যামেরা সহ রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

ভিভো আজ হোম মার্কেট চীনে লঞ্চ করেছে তাদের নয়া বাজেট রেঞ্জের স্মার্টফোন, Vivo Y52t। এই হ্যান্ডসেটটি গতবছর লঞ্চ হওয়া Vivo Y52-এর একটি আপগ্রেডেড সংস্করণ হিসেবে…

ভিভো আজ হোম মার্কেট চীনে লঞ্চ করেছে তাদের নয়া বাজেট রেঞ্জের স্মার্টফোন, Vivo Y52t। এই হ্যান্ডসেটটি গতবছর লঞ্চ হওয়া Vivo Y52-এর একটি আপগ্রেডেড সংস্করণ হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। এতে ৬.৫১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। চলুন সদ্য লঞ্চ হওয়া Vivo Y52t-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ভিভো ওয়াই৫২টি-এর মূল্য এবং লভ্যতা – Vivo Y52t Price and Availability

চীনে ভিভো ওয়াই৫২টি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৮১৪ টাকা)। এছাড়াও, ফোনটিকে উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে, যার দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,০০০ টাকা)৷ ভিভো ওয়াই৫২টি পীচ, ব্লু এবং ব্ল্যাক-এই তিনটি কালার অপশনে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনে কেনার জন্য উপলব্ধ হবে।

ভিভো ওয়াই৫২টি-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Vivo Y52t Specifications and Features

ভিভো ওয়াই৫২টি-এ ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি রয়েছে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট, ৬০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত। এই অক্টা-কোর প্রসেসরটি ৭ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এর দুটি কোর ২.২ গিগাহার্টজে ও বাকি ছয়টি কোর ২.০ গিগাহার্টজে রান করে। ভিভো ওয়াই৫২টি-এ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও, ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করতে পারবেন। এই ভিভো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo Y52t-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y52t ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এই নয়া ভিভো ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অফার করে। সবশেষে, Vivo Y52t-এর পুরুত্ব ৮.৪৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৮ গ্রাম।