Snapdragon 695 প্রসেসর ও 12GB র‌্যামের সঙ্গে বাজারে আসছে Vivo Y79+, লঞ্চ শীঘ্রই

ভিভো (Vivo) এখন Y-সিরিজের বিভিন্ন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে অন্যতম Vivo Y79+এবার গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে…

ভিভো (Vivo) এখন Y-সিরিজের বিভিন্ন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে অন্যতম Vivo Y79+এবার গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে লিস্টেড হয়ে হয়ে নিজের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। প্রসঙ্গত, ভিভো গত মাসে চীনে Y100 5G, Y55t সহ Y সিরিজের একঝাঁক নতুন ফোন লঞ্চ করেছে। এবার ভিভোর সেই আপকামিং লঞ্চের লিস্টে নাম লিখিয়েছে Vivo Y79+।

Vivo Y79+ কে দেখা গেল Google Play Console-এ

গুগল প্লে কনসোলে, ভিভো ওয়াই৭৯প্লাস V2313A মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। রেন্ডার অনুসারে, স্মার্টফোনটিতে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং পাতলা বেজেল দ্বারা বেষ্টিত কার্ভড ডিসপ্লে থাকবে। ডিভাইসটির ডিসপ্লে রেজোলিউশন ১,০৮০ x ২,৪০০ পিক্সেল এবং স্ক্রিন ডেনসিটি ৪৮০ পিপিআই বলে জানা গিয়েছে। ভিভো ওয়াই৭৯প্লাস-এর পাওয়ার ও ভলিউম রকার বাটনগুলি ফোনের ডানদিকে অবস্থান করবে।

এছাড়া, গুগল প্লে কনসোল ডেটাবেসে SM6375 মডেল নম্বর যুক্ত প্রসেসরটির বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা দুটি কর্টেক্স-এ৭৮ কোর এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর নিয়ে গঠিত। এটি অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। এই তথ্যগুলি ভিভো ওয়াই৭৯প্লাস-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপের উপস্থিতি নিশ্চিত করে। স্মার্টফোনটিতে ১২ জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

উল্লেখযোগ্যভাবে, চীনে এই স্মার্টফোনের মডেল নম্বরটি Vivo Y100-এর সাথে দেখা গেছে। এমনি, গুগল প্লে কনসোলের প্ল্যাটফর্মে উল্লিখিত প্রসেসর, র‌্যাম এবং কার্ভড ডিসপ্লেও Y100-এর সাথে মেলে। তাই, সম্ভবত Vivo Y79+ মডেলটি Vivo Y100-এর রিব্যাজড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।