Xiaomi 13 Ultra: বছরের অন্যতম সেরা ক্যামেরা, চমকে দিতে প্রস্তুত শাওমির নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন

শাওমি গত মাসে চীনের বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ এবং Xiaomi 13 সিরিজের তৃতীয় ও সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসাবে Xiaomi...
Ananya Sarkar 7 Jun 2023 2:20 PM IST

শাওমি গত মাসে চীনের বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ এবং Xiaomi 13 সিরিজের তৃতীয় ও সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসাবে Xiaomi 13 Ultra স্মার্টফোনটি উন্মোচন করেছে। হোম মার্কেটে লঞ্চের সময়ই কোম্পানির তরফে ঘোষণা করা হয় যে, ডিভাইসটি খুব শীঘ্রই বিশ্ব বাজারেও পা রাখবে৷ ইতিমধ্যেই জানা গেছে যে, আগামী ১২ জুন Xiaomi 13 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। তার আগেই, আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।

Xiaomi 13 Ultra গ্লোবাল মার্কেটে আসছে

শাওমি ১৩ আল্ট্রা হল ব্র্যান্ডের প্রিমিয়াম শাওমি ১৩ সিরিজের সবচেয়ে সেরা মডেল, যা ইতিমধ্যেই চীনের মার্কেটে উপলব্ধ রয়েছে এবং আগামী ১২ জুন বিশ্ব বাজারে আসছে। 2304FPN6DG মডেল নম্বর সহ এই হাই-এন্ড ডিভাইসটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট সহ আসবে। ১২ জুন লঞ্চ হওয়ার পর সেল ২১ জুনের মধ্যেই শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, চীনে আত্মপ্রকাশ করা শাওমি ১৩ আল্ট্রা-এ বড় ৬.৭৩ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২কে+ (2K+) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। শাওমি ১৩ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ফোনটিতে লেইকা টিউনড ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ও সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। অনেকে একে বছরের অন্যতম সেরা ক্যামেরা ফোনও বলে দাবি করেছেন। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 Ultra বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্পেসিফিকেশন জানা থাকলেও, গ্লোবাল মার্কেটে এই ফোনটির দাম কত হবে, তার জন্য লঞ্চ ইভেন্টের অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story