চারটে ক্যামেরাই 50 মেগাপিক্সেলের, Xiaomi 13 Ultra এর হাত ধরে রচিত হবে নতুন ইতিহাস?
শাওমি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যার নাম Xiaomi...শাওমি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে, যার নাম Xiaomi 13 Ultra। টিপস্টার আইস ইউনিভার্স সম্প্রতি জানিয়েছেন যে, শাওমি এই প্রিমিয়াম মডেলটি গ্লোবাল মার্কেটেও উন্মোচন করবে। এই ফোনের লঞ্চ ইভেন্ট মে মাসে অনুষ্ঠিত হতে পারে। সূত্রের দাবি, Xiaomi 13 Ultra আগামী ১৭ এপ্রিল চীনের বাজারে পা রাখবে। পূর্বে, স্মার্টফোনটি চীনের ৩সি (3C) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত ছিল, যা এর ফাস্ট চার্জিং ক্ষমতাটি প্রকাশ করেছে। বিভিন্ন টিপস্টারও 13 Ultra-এর একাধিক স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। আর এখন লঞ্চের আগে, এই শাওমি ফোনটি আইএমডিএ (IMDA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। আসুন তাহলে এই সার্টিফিকেশনটি থেকে Xiaomi 13 Ultra কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Xiaomi 13 Ultra পেল IMDA-এর অনুমোদন
সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন তালিকাটি নিশ্চিত করেছে যে, শাওমি ১৩ আল্ট্রা গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। যদিও এর পূর্বসূরি শাওমি ১২এস আল্ট্রা মডেলটি শুধুমাত্র চীনের বাজারেই পাওয়া যায়। আইএমডিএ তালিকা থেকে জানা গেছে যে, শাওমির এই স্মার্টফোনের মডেল নম্বর 2304FPN6DG। তালিকাটি আরও প্রকাশ করে যে, ডিভাইসটি ৫জি, ব্লুটুথ, ওয়াইফাই এবং এনএফসি সাপোর্ট করবে। তবে এগুলি ছাড়া, সার্টিফিকেশনটি শাওমি ১৩ আল্ট্রা-এর অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।
তবে শাওমি ১৩ আল্ট্রা-এর চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্রকাশ করেছে যে, এটি ৯০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটি বিদ্যমান শাওমি ১৩ প্রো-এর ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির থেকে অনেকটাই কম। তবে, আল্ট্রা মডেলটি ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে, নতুন ফ্ল্যাগশিপটির ক্যামেরা মডিউলের ডিজাইন পূর্বসূরি শাওমি ১২এস আল্ট্রা-এর মতোই হবে।
Xiaomi 13 Ultra চলতি বছরের জন্য শাওমির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হতে চলছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা স্ট্যান্ডার্ড Xiaomi 13 এবং 13 Pro মডেলেও ব্যবহার করা হয়েছে। চিপসেটটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। শাওমি ডিভাইসটিকে কোয়াডএইচডি+ রেজোলিউশন সহ বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে বাজারে আনবে। ডিসপ্লেটি ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ এলটিপিও (LTPO) প্রযুক্তি সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য, আসন্ন স্মার্টফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে, যার মধ্যে ১ ইঞ্চি সাইজেরএবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ সেন্সর দেখা যাবে। এছাড়াও এই সেটআপে একটি সেকেন্ডারি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ১০x অপটিক্যাল জুম সাপোর্ট সহ আরও একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।
আর সেলফির জন্য, Xiaomi 13 Ultra-এর ডিসপ্লেতে পাঞ্চ-হোলের ভিতরে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে। এই ক্যামেরা সেটআপটি লাইকা (Leica) দ্বারা টিউন করা হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 Ultra-তে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়াও, ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।