শীতের বাজার গরম করবে Xiaomi 15 Ultra, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ থাকবে 50MP সেলফি ক্যামেরা

আগামী মাসে লঞ্চ হতে চলা স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেটের সাথে বাজারে আসবে Xiaomi 15 সিরিজ। এই সিরিজের প্রিমিয়াম ফোন হবে...
techgup 3 Sept 2024 7:08 PM IST

আগামী মাসে লঞ্চ হতে চলা স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেটের সাথে বাজারে আসবে Xiaomi 15 সিরিজ। এই সিরিজের প্রিমিয়াম ফোন হবে Xiaomi 15 Ultra। ডিভাইসটি আগামী বছর অর্থাৎ 2025 সালে বাজারে পা রাখবে। ফলে লঞ্চের এখনও বেশ কয়েকমাস বাকি, তবে তার আগে আজ স্মার্টপ্রিক্স টিপস্টার কার্তিকেয়ের সাথে হাত মিলিয়ে Xiaomi 15 Ultra স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছে। রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসের প্রাইমারি ক্যমেরায় সোনি এলওয়াইটি-900 সেন্সর ব্যবহার করা হবে, যা কম আলোতে ভালো ছবি তুলে দেবে।

Xiaomi 15 Ultra এর টেলিফটো ক্যামেরায় সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে

টিপস্টার বলেছেন, Xiaomi 15 Ultra ফোনের সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে এর টেলিফটো সেন্সরে। কারণ এতে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 10এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এছাড়া থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন : বাঁচবে প্রচুর টাকা, 28 কিমি মাইলেজের পরিবেশবান্ধব গাড়ি লঞ্চ করল Hyundai

শাওমি 15 আল্ট্রা স্মার্টফোনে থাকবে 6200 এমএএইচ ব্যাটারি ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, শাওমি 15 আল্ট্রা ফ্ল্যাগশিপ মডেলের চার দিকেই মাইক্রো-কার্ভেচার ডিজাইন দেখা যাবে। আর ডিভাইসটিতে দেওয়া ডিসপ্লে 2K রেজোলিউশন অফার করবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি 24 জিবি পর্যন্ত র‌্যাম ও স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেটের সাথে আসবে।

আরও পড়ুন : অপেক্ষা শেষ, Google Pixel 9 Pro ফোনের সেল শুরু কাল থেকে, পাবেন 10 হাজার টাকা পর্যন্ত ছাড়

এদিকে হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 6200 এমএএইচ ব্যাটারি। আর শাওমি 15 আল্ট্রা প্লেইন লেদার, ফাইবার গ্লাস এবং সিরামিক ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর 25010PN30C। আর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর 25010PN30G এবং ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 25010PN30I।

Show Full Article
Next Story